Thursday, August 28, 2025

DA-র দাবিতে বিকাশ ভবনের সামনে বি.শৃঙ্খলা! কমপক্ষে ৬০ বি.ক্ষোভকারীকে আ.টক পুলিশের

Date:

ডিএ আন্দোলনকারীদের (DA Protesters) প্রতিবাদ মিছিল ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা (Kolkata)। আর বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ফলাফল প্রকাশের দিনই ফের বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এদিন কোনওরকম পুলিশি অনুমতি ছাড়াই বিকাশ ভবনের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি করে ডিএ আন্দোলনকারীরা। পরে পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে জোর করে ধস্তাধস্তি শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনায় কমপক্ষে ৬০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মহার্ঘ্য ভাতার দাবিতে বেশ কয়েকমাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। আন্দোলনকারীদের অভিযোগ, যাঁরা আন্দোলন করছেন তাঁদের বেছে বেছে বদলি করে দেওয়া হচ্ছে। বাসস্থান থেকে অনেক দূরে ইচ্ছাকৃত ভাবে এই বদলি করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই ‘অন্যায্য’ বদলির প্রতিবাদেই বুধবার বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগ্রামী যৌথ মঞ্চ।

আন্দোলনকারীদের আরও দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই এদিন মিছিল করছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিনা প্ররোচনায় মিছিলে পুলিশ হস্তক্ষেপ করে বলে অভিযোগ। তবে পুলিশ সাফ জানিয়েছে, এদিনের মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর সেকারণেই মিছিল এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। আর তার জেরেই শুরু হয় ধস্তাধস্তি।

তবে এদিন পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। অনেকে বাসের তলায় শুয়ে পড়েও প্রতিবাদ জানায়। আর সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন গোলমালের ফলে বিকাশ ভবন চত্বরে বিস্তর সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রবল যানজটও তৈরি হয় ওই এলাকায়। জানা গিয়েছে, এদিন আন্দোলনকারীদের মধ্যে থেকে অন্তত ৬০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version