DA-র দাবিতে বিকাশ ভবনের সামনে বি.শৃঙ্খলা! কমপক্ষে ৬০ বি.ক্ষোভকারীকে আ.টক পুলিশের

তবে পুলিশ সাফ জানিয়েছে, এদিনের মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর সেকারণেই মিছিল এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। আর তার জেরেই শুরু হয় ধস্তাধস্তি।

ডিএ আন্দোলনকারীদের (DA Protesters) প্রতিবাদ মিছিল ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা (Kolkata)। আর বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ফলাফল প্রকাশের দিনই ফের বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এদিন কোনওরকম পুলিশি অনুমতি ছাড়াই বিকাশ ভবনের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি করে ডিএ আন্দোলনকারীরা। পরে পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে জোর করে ধস্তাধস্তি শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনায় কমপক্ষে ৬০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মহার্ঘ্য ভাতার দাবিতে বেশ কয়েকমাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। আন্দোলনকারীদের অভিযোগ, যাঁরা আন্দোলন করছেন তাঁদের বেছে বেছে বদলি করে দেওয়া হচ্ছে। বাসস্থান থেকে অনেক দূরে ইচ্ছাকৃত ভাবে এই বদলি করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই ‘অন্যায্য’ বদলির প্রতিবাদেই বুধবার বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগ্রামী যৌথ মঞ্চ।

আন্দোলনকারীদের আরও দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই এদিন মিছিল করছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিনা প্ররোচনায় মিছিলে পুলিশ হস্তক্ষেপ করে বলে অভিযোগ। তবে পুলিশ সাফ জানিয়েছে, এদিনের মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর সেকারণেই মিছিল এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। আর তার জেরেই শুরু হয় ধস্তাধস্তি।

তবে এদিন পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। অনেকে বাসের তলায় শুয়ে পড়েও প্রতিবাদ জানায়। আর সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন গোলমালের ফলে বিকাশ ভবন চত্বরে বিস্তর সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রবল যানজটও তৈরি হয় ওই এলাকায়। জানা গিয়েছে, এদিন আন্দোলনকারীদের মধ্যে থেকে অন্তত ৬০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়েছে।