Friday, December 19, 2025

উচ্চমাধ্যমিকে বাজিমাৎ উত্তরবঙ্গের! চরম প্র.তিকূলতা সত্ত্বেও নজরকাড়া ফলাফল পড়ুয়াদের

Date:

Share post:

বুধবারই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Exam Result)। আর সেই ফলাফলের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে এবছর নজর কেড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। এদিন সকালে ফলপ্রকাশের পরই দেখা যায় কলকাতা ও অন্যান্য জেলার মতোই বেশ নজরকাড়া পারফরম্যান্স উত্তরবঙ্গের পড়ুয়াদের। কলকাতা থেকে দূর অনেকটাই। কলকাতার মতো সবরকম সুযোগ সুবিধাও নেই। তবে যাবতীয় প্রতিকূলতাকে দূরে রেখে এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের পিয়ালি দাস (Piyali Das)। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা (Abu Sama)। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র।

পিয়ালির বাবা সোনার দোকানের একেবারে সাধারণ কর্মচারী। তবে সংসারে অভাব থাকলেও চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে সবরকম উদ্যোগ নিয়েছেন বাবা। আর মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি বাবা, মা সহ পরিবারের সদস্যরা। পিয়ালি শুধু আলিপুরদুয়ার কিংবা উত্তরবঙ্গের গর্ব নয়, পিয়ালি আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা।

উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে মোট ৪ জন। তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। এবার মেধাতালিকায় যে চারজন তৃতীয় স্থানে রয়েছে তারা হল তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া সাহা। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস তৃতীয় হয়েছে। মেধাতালিকায় উত্তরবঙ্গের বাসিন্দা শ্রেয়া মল্লিকও (Shreya Mullick) তৃতীয় স্থান পেয়েছেন। সে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে এবারের উচ্চমাধ্যমিকে ভালো ফল উত্তরবঙ্গের। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায় সে।

 

 

 

 

spot_img

Related articles

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...