Monday, May 19, 2025

জামাইষষ্ঠীর বিকেলে বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমায়! স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Date:

Share post:

জামাইষষ্ঠীতে ঘেমেনেয়ে একসার মেয়ে থেকে জামাই। বুধবার বৃষ্টির আবহাওয়া থাকলেও হয়নি। উলটে বেড়েছে গরমের দাপট। বৃহস্পতির সকাল থেকেই বেড়েছে রোদের তেজ। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। কবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝাড়খণ্ড এবং বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে। আর তার জেরেই জামাইষষ্ঠীর বিকেলে রাজ্যে ঝড়বৃষ্টি -সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন:স্বচ্ছাতার প্রশ্নে কোনও আপোস নয়, বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার ভারী বর্ষণে ভিজতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। ফলে আগামী কয়েক দিন বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও বৃহস্পতিবার ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হলেও শুক্রবার থেকে বৃষ্টির প্রাবল্য কমবে। কমবে ঝোড়ো হাওয়ার দাপটও। তবে আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না। বরং ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই জানাচ্ছেন আবহবিদেরা।
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিতে ভিজতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত।

 

spot_img

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...