Thursday, August 28, 2025

চলতি আইপিএল-এ একবারেই ব‍্যর্থ দিল্লি ক‍্যাপিটালস। প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছেন দিল্লি। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গোটা আইপিএলই ডাগআউট থেকে দেখতে পেয়েছেন। আইপিএল-এ কিছু ক্রিকেটারের পারফরম্যান্স মনে ধরেছে সৌরভের। রিঙ্কু সিং-এর মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স যেমন মনে ধরেছে তেমনই সৌরভ মুগ্ধ চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও।

আইপিএল শেষ হওয়ার পর সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌরভ। আর তারপরেই ধোনির প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, “ধোনি অসাধারণ ক্রিকেটার। বড় ম্যাচে কীভাবে অধিনায়কত্ব করতে হয় সেটা দেখিয়ে দিল। খুব বড় অধিনায়ক। যেভাবে দলকে চালনা করে সেটাও বাকিদের থেকে আলাদা।”

এরপরই রিঙ্কুর প্রশংসায় মাতেন মহারাজ। তবে শুধু রিঙ্কু নন একাধিক তরুণ ক্রিকেটারকে ভাল লেগেছে তাঁর। এই নিয়ে সৌরভ বলেন, “রিঙ্কু ভাল খেলেছে। তবে শুধু রিঙ্কু নয়, অনেক ভাল ভাল ক্রিকেটার খেলেছে এ বছর। আইপিএল একটা বিরাট প্রতিযোগিতা। রিঙ্কু যেমন আছে, তেমনই যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের সূর্যকুমার যাদব, তিলক বর্মা ভাল খেলেছে।”

এদিকে সামনের মাসেই শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচ নিয়ে সৌরভ বলেন, “ভাল খেলা হবে। কে জিতবে জানি না। কিন্তু দারুণ খেলা হবে এটা বলতে পারি। আমি থাকব ওখানে।কোন দল এগিয়ে আছে বলতে পারব না। এসব ম্যাচ সব সময় ৫০-৫০। আমি চাই ভারত জিতুক। কিন্তু আগে থেকে ও ভাবে বলা যায় না।”

আরও পড়ুন:লখনৌ-এর বিরুদ্ধে পাঁচ উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন আকাশ?

 


 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version