Friday, November 14, 2025

ধোনির অধিনায়কত্বে মুগ্ধ সৌরভ, দিলেন বিরাট সার্টিফিকেট

Date:

চলতি আইপিএল-এ একবারেই ব‍্যর্থ দিল্লি ক‍্যাপিটালস। প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছেন দিল্লি। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গোটা আইপিএলই ডাগআউট থেকে দেখতে পেয়েছেন। আইপিএল-এ কিছু ক্রিকেটারের পারফরম্যান্স মনে ধরেছে সৌরভের। রিঙ্কু সিং-এর মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স যেমন মনে ধরেছে তেমনই সৌরভ মুগ্ধ চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও।

আইপিএল শেষ হওয়ার পর সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌরভ। আর তারপরেই ধোনির প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, “ধোনি অসাধারণ ক্রিকেটার। বড় ম্যাচে কীভাবে অধিনায়কত্ব করতে হয় সেটা দেখিয়ে দিল। খুব বড় অধিনায়ক। যেভাবে দলকে চালনা করে সেটাও বাকিদের থেকে আলাদা।”

এরপরই রিঙ্কুর প্রশংসায় মাতেন মহারাজ। তবে শুধু রিঙ্কু নন একাধিক তরুণ ক্রিকেটারকে ভাল লেগেছে তাঁর। এই নিয়ে সৌরভ বলেন, “রিঙ্কু ভাল খেলেছে। তবে শুধু রিঙ্কু নয়, অনেক ভাল ভাল ক্রিকেটার খেলেছে এ বছর। আইপিএল একটা বিরাট প্রতিযোগিতা। রিঙ্কু যেমন আছে, তেমনই যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের সূর্যকুমার যাদব, তিলক বর্মা ভাল খেলেছে।”

এদিকে সামনের মাসেই শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচ নিয়ে সৌরভ বলেন, “ভাল খেলা হবে। কে জিতবে জানি না। কিন্তু দারুণ খেলা হবে এটা বলতে পারি। আমি থাকব ওখানে।কোন দল এগিয়ে আছে বলতে পারব না। এসব ম্যাচ সব সময় ৫০-৫০। আমি চাই ভারত জিতুক। কিন্তু আগে থেকে ও ভাবে বলা যায় না।”

আরও পড়ুন:লখনৌ-এর বিরুদ্ধে পাঁচ উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন আকাশ?

 


 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version