ভিনিসিয়াসের পাশে গোটা রিয়াল, ভিনিকে দিল বিশেষ সম্মান

বুধবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের প্রত্যেক ফুটবলার ২০ নম্বর জার্সি পরে মাঠে নামেন।

সম্প্রতি বর্ণবিদ্বেষীর স্বীকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তারপরই গোটা ফুটবিশ্ব পাশে দাঁড়িয়েছে ভিনিসিয়াসের। ইতিমধ্যেই রিয়াল সভাপতি পেরেজ, ভিনিসিয়াস জুনিয়রকে আশ্বস্ত করেছেন যে, ক্লাব এই বর্ণবিদ্বেষীদের শেষ দেখে ছাড়বে। এরপর নড়েচড়ে বসেছে লা লিগা ফুটবল ফেডারেশনও। কড়া শাস্তির ঘোষণা করা হয়েছে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। আর এবার ভিনিসিয়াসের উদ্দেশে অভিনব উদ্যোগ নিল ভিনির মাদ্রিদের সতীর্থরা।

বুধবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের প্রত্যেক ফুটবলার ২০ নম্বর জার্সি পরে মাঠে নামেন। ফুটবল বিশ্বকে জানান দেয় “আমরা সবাই ভিনি।” শুধু রিয়াল মাদ্রিদের পুরুষ ফুটবল দলই নয় ভিনির সমর্থনে রিয়াল মাদ্রিদের মহিলা ফুটবল দল এবং পুরুষ বাস্কেটবল দলও ২০ নম্বর জার্সি পরে। আর এই গোটা মূহুর্ত টা দেখলেন ভিনিসিয়াস।

আরও পড়ুন:শুভমনের বোনকে হেনস্থা, পুলিশকে নোটিস দিল্লি মহিলা কমিশনের

 

 

Previous articleদুঃস্থের সহায়: ইরাদেবীর বাড়িতে গেল অভিষেকের ‘দূত’, মিলল সাহায্য
Next articleনতুন জার্সি গায়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পরল ভারতীয় দল