আগামী সপ্তাহেই কলেজে ভর্তির বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আগামী সপ্তাহেই প্রকাশিত হবে চলতি বছর কলেজে ভর্তির বিজ্ঞপ্তি। শুক্রবার এমনটাই জানালেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। এদিন এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রী(education minister) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে আলোচনা করেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবছর বিভিন্ন বোর্ডের ১২ ক্লাস পাস করা ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে একটিমাত্র পোর্টেলেই আবেদন জানাতে পারবেন। ওই পোর্টাল থেকেই একাধিক কলেজে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। এদিন শিক্ষামন্ত্রী প্রাচীন ভাষাশিক্ষার প্রসারে আইএলএসআর-এর সঙ্গে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিঁধু-কানহো-বিশ্ববিদ্যালয় ও সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাচীন ভাষাশিক্ষার প্রচারে মউ অর্থাৎ সমঝতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আইএলএসআর— প্রাচীন ভাষাশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এই চুক্তির ফলে প্রায় হারিয়ে যাওয়া পালি, কুড়মালি, অলচিকি— এধরণের ভাষার চর্চার গুরুত্ব বাড়বে। সংস্কৃত ভাষার পঠন-পাঠনে বেদ বেদান্ত উপনিষদ-সহ বিভিন্ন বিষয়ে আরও জনপ্রিয়তা পাবে। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মণিশংকর মণ্ডল বলেন, প্রাচীন ভাষাশিক্ষার নবদিগন্ত খুলে দিল আজকের এই মউ স্বাক্ষরের মধ্য দিয়ে। শিক্ষামন্ত্রী এই প্রাচিণ ভাষাশিক্ষার প্রসারে অনুপ্রাণিত করেছেন। যেসব ভাষা হারিয়ে যাচ্ছে তার নতুন চর্চাই শুধু নয়, পাশাপাশি বিভিন্ন প্রাচিন ভাষাশিক্ষার ওপর পিএইচডি করারও সুযোগ থাকবে।

আরও পড়ুন- হিংসাদীর্ণ মণিপুর অথচ আত্মপ্রচারে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী শাহ! খতিয়ান তুলে কটাক্ষ তৃণমূলের

Previous articleহিংসাদীর্ণ মণিপুর অথচ আত্মপ্রচারে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী শাহ! খতিয়ান তুলে কটাক্ষ তৃণমূলের
Next articleআইপিএল দুরন্ত পারফরম্যান্স, তবুও কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলে রাখলেন না গাভাস্কর