মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে সিন্ধু-প্রণয়

সেমিফাইনালে সিন্ধু লড়বেন বিশ্বের নয় নম্বর র‍্যাঙ্কে থাকা শাটলার ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তানজাংয়ের বিরুদ্ধে।

মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমি ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। শুক্রবার কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারালেন উই মান ঝাংয়কে। ম‍্যাচের ফলাফল ২১-১৬, ১৩-২১, ২২-২০। সেমিফাইনালে সিন্ধু লড়বেন বিশ্বের নয় নম্বর র‍্যাঙ্কে থাকা শাটলার ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তানজাংয়ের বিরুদ্ধে।

এদিকে সেমিফাইনালে উঠেছেন এইচএস প্রণয়ও। জাপানের কেন্তা নিশিমোতোকে ২৫-২৩, ১৮-২১, ২১-১৩ ফলে হারান প্রণয়। সেমিফাইনালে ভারতের এই তারকা শাটলার খেলবেন ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার বিরুদ্ধে। তবে সিন্ধু এবং প্রণয় সাফল্য পেলেও, ব‍্যর্থ কিদাম্বি শ্রীকান্থ। ২১ বছর বয়সী আদিনাতার কাছেই কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন কিদাম্বি শ্রীকান্থ। ২১-১৬, ১৬-২১, ১১-২১ ফলে হেরে বিদায় নেন শ্রীকান্থ।

আরও পড়ুন:দুরন্ত শুভমন, মুম্বইয়ের বিরুদ্ধে খেললেন ১২৯ রানের ইনিংস


 

Previous articleকুড়মি আন্দোলনের নামে গু.ন্ডামি, জখম বীরবাহা! ক্ষু.ব্ধ মমতা-অভিষেক
Next articleআইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত, মুম্বইকে হারাল ৬২ রানে