সোমনাথ বিশ্বাস, ঝাড়গ্রাম: কর্মসূচির ৩০তম দিন। মাস পূর্তিতে এদিন ছিল ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কার্যত জনসুনামি। বিনপুর নম্বর ব্লক থেকে ঝাড়গ্রাম জেলার কর্মসূচি শুরু করেন অভিষেক। একদিনে গোটা জেলা চষে ফেললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যে যে রাস্তা দিয়ে গিয়েছেন, সব জায়গাতেই জনজোয়ারে ভেসেছেন। ৮ থেকে ৮০, পার্টি কর্মী-সমর্থকদের বাইরেও প্রচুর সাধারণ মানুষ অভিষকেক একপলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। উঠেছে জয়ধ্বনি স্লোগান।

এদিন বিনপুর-২ ব্লকে বেলপাহাড়ির ইন্দিরা চকে প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানান রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মানস ভূঁইয়া। সেখানে রোড শো-তে জনজোয়ার। এরপর পড়িহাটি রোড শো জনজোয়ার।দহিজুড়ি যেখানেই গেছেন জনসমুদ্রে ভেসেছেন অভিষেক।

আরও পড়ুন- কুড়মি আন্দোলনের নামে গু.ন্ডামি, জখম বীরবাহা! ক্ষু.ব্ধ মমতা-অভিষেক
