Wednesday, November 12, 2025

নীতি আয়োগে গরহাজির, মমতার পথে বৈঠক বয়কট আরও ৭ মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল আগেই ঘোষণা করেছিলেন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না তারা। সেই পথে হেঁটে শনিবার নীতি আয়োগের বৈঠকে গরহাজির থাকলেন ভগবন্ত মান, নীতীশ কুমার এবং কে চন্দ্রশেখর রাও। সঙ্গে এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, অশোক গেহলটও। সব মিলিয়ে শনিবারের বৈঠকে বেশ দীর্ঘ হয়ে উঠল বয়কটকারী মুখ্যমন্ত্রীদের তালিকা।

নীতি আয়োগের বৈঠক নিয়ে শুরু থেকেই ক্ষোভের কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বৈঠকে তিনি হাজির থাকবেন না বলেও জানান। তবে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেও কেন্দ্র তা খারিজ করে দেয়। মমতার পর বৈঠক বয়কটের কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের ভগবন্ত মান। এ বিষয় দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন কেজরিওয়াল। তিন মুখ্যমন্ত্রী পর শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র প্রধান চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর শাসকদল ডিএমকের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও একই পথে হাঁটার কথা ঘোষণা করেন।

এরই মাঝে সংবাদ মাধ্যম সূত্রের খবর, দিল্লিতে নীতি উপস্থিত থাকছেন না কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন এবং রাজস্থানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সব মিলিয়ে আটটি ও বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী বাতিল করলেন নীতি আয়োগের বৈঠক। যদিও পিনারাই বিজয়ন নিজের অন্য কর্মসূচি এবং গেহলট শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। ঐক্যবদ্ধভাবে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এভাবে বৈঠক বয়কট প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, দিল্লিতে ‘ক্ষমতা দখলের’ জন্য নরেন্দ্র মোদি সরকারের জারি করা বিতর্কিত অধ্যাদেশ (অর্ডিন্যান্স) ঘিরে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের ফসল এই বৈঠক বয়কট।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version