ব্যাক টু ব্যাক কালবৈশাখীতে তাপমাত্রা নামল, রাতভোর বৃষ্টি দক্ষিণবঙ্গে

হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাসকে সত্যি করে, বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুদিন ঝড় বৃষ্টির (Rain and Thunderstrom) দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশি স্বস্তি জনক। আজও ঝোড়ো হাওয়া আর বৃষ্টির (Rain) স্পেল চলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আগামিকাল থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে।

শুক্রবার সন্ধ্যাবেলা থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়। রাতেও রাজ্যের বিভিন্ন জেলায় চলে মুষলধারায় বৃষ্টি। পরশু ৬৩ কিলোমিটার বেগে এবং গতকাল ৫৫ কিলোমিটার বেগে ৩ মিনিটের ঝড় রাতের তাপমাত্রাকে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে নামিয়ে দিয়েছে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরে আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।

 

Previous articleতৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ শালবনিতে একমঞ্চে মমতা-অভিষেক, নজরে নেত্রীর বার্তা
Next articleগাড়ি উল্টে বন্ধ মা ফ্লাইওভারের যান চলাচল!