Saturday, December 20, 2025

শুভমনের মাথায় ওরেঞ্জ ক‍্যাপ, পার্পল ক‍্যাপের লড়াইয়ে গুজরাতের তিন, একনজরে কমলা টুপি-বেগুনি টুপির লড়াই

Date:

Share post:

আজ আইপিএলের দশমী। আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইপিএল-এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স। পরপর দু’বার ট্রফি জয়ের হাতছানি হার্দিক পান্ডিয়াদের কাছে। ওপর দিকে পঞ্চম ট্রফির জয়ের লক্ষ‍্যে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তবে তার আগে দেখে নেওয়া যাক আইপিএল-এ কমলা টুপি এবং বেগুনি টুপির দৌড়ে কে এগিয়ে।

চলতি আইপিএল-এ নিজের সেরা পারফরম্যান্সে রয়েছেন শুভমন গিল। তাই কমলা টুপির দৌড়ে এগিয়ে শুভমন। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৩ টি দুরন্ত শতরান ও ৪ টি অর্ধশতরানের সুবাদে ৬০-এর বেশি গড়ে ৮৫১ করে ফেলেছেন শুভমন।আইপিএলে কমলা টুপির দৌড়ে আগাগোড়া এগিয়ে থেকে ফাফ ডু প্লেসি শেষ করেন ৭৩০ রানে। ফ‍্যাফের পরই তৃতীয় স্থানে শেষ করেন তাঁর আইপিএল দলেরই সতীর্থ বিরাট কোহলি। ১৪ ম‍্যাচ ৬৩৯ রান করেন তিনি। চতুর্থ স্থানে এবারের তরুণ তারকা রাজস্থান রয়‍্যালসের যশস্বী জসওয়াল। ১৪ ম‍্যাচে ৬২৫ রান করেন তিনি। কমলা টুপির দখলে থাকা অন্য কোনও ব‍্যাটারদের মধ্যে ফাইনালে খেলতে নামবেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনারের ঝুলিতে এই মুহূর্তে ৬২৫ রান। তিনি তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে।

শীর্ষ-পাঁচ ব্যাটার যারা আইপিএল ২০২৩-এ সবচেয়ে বেশি রান করেছেন

শুভমন গিল – ৮৫১

ফ্যাফ ডুপ্লেসি -৭৩০

বিরাট কোহলি – ৬৩৯

যশস্বী জসওয়াল – ৬২৫

ডেভন কনওয়ে – ৬২৫

এবার দেখে নেওয়া যাক বেগুনি টুপির দৌড়ের ছবিটা কেমন। পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে গুজরাত টাইটান্সের মহম্মদ শামি। এখনও পযর্ন্ত ১৬ ম‍্যাচে ২৮ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে এগিয়ে তিনি। দ্বিতীয়তে তারই দলের রশিদ খান। ১৬ ম‍্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২৭ উইকেট। তৃতীয়তে গুজরাতেরই মোহিত শর্মা। তিনি এখনও পযর্ন্ত নিয়েছেন ২৪ উইকেট। তাই বেগুনি টুপির লড়াইয়ে রয়েছে হাড্ডাহাড্ডি। কারণ প্রথম তিনের কাছে আজকে সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার।

আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ উইকেট শিকারির নাম

মহম্মদ শামি- ২৮ উইকেট

রশিদ খান- ২৭ উইকেট

মোহিত শর্মা- ২৪ উইকেট

পীয়ুষ চাওলা- ২২ উইকেট

যুজবেন্দ্র চ‍্যাহাল- ২১ উইকেট

আরও পড়ুন:আজ আইপিএল মহারণ, ফাইনালে চেন্নাই-গুজরাত

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...