মোবাইল রফতানিতে বিশ্বে দ্বিতীয় ভারত! উৎপাদন বেড়েছে কি? প্রশ্ন রাজনের

মোবাইল ফোন রফতানিতে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ভারত(India)। তালিকায় চিনের(China) পরেই ভারতের অবস্থান। তবে ভারত কি আদৌ মোবাইল উৎপাদনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এগোতে পেরেছে? এই বিষয়ে প্রশ্ন তুলে এবার উদ্বেগ প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর(EX RBI Govornor) রঘুরাম রাজন(Raghuram Rajan)। তাঁর স্পষ্ট বক্তব্য উৎপাদন বাড়ছে না। আসলে ফোন অ্যাসেম্বল করার কারণেই মোবাইল রফতানিতে এই উন্নতি।

সম্প্রতি বিষয়টি স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রঘুরাম রাজন। যেখানে তিনি লেখেন, “প্রোডাকশন লিংকড ইনসেনটিভ তথা পিএলআই স্কিমে যে গলদ রয়েছে, তার কারণেই দেশে মোবাইলের উৎপাদন বাড়ছে না। আর এই স্কিমের প্রধান গলদ হচ্ছে, যে ফোনের উৎপাদন ভারতে হয়েছে, কেবল তাতেই ভর্তুকি প্রদান করা হয়। কিন্তু এদেশে উৎপাদনের মাধ্যমে হওয়া ভ্যালু অ্যাডের উপরে তেমন কিছু দেওয়া হয় না।” পাশাপাশি তিনি বলেন, ভারতে ফোন রফতানির ক্ষেত্রে বেশিরভাগটাই অ্যাসেম্বলি, উৎপাদন নয়। পাশাপাশি নেট রফতানি কতটা বাড়ছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রঘুরাম। উল্লেখ্য, ২০২০ সালে মোদি সরকার পিএলআই স্কিম নিয়ে আসে দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে। এবার সেই প্রকল্পের ত্রুটি নিয়ে সরব হলেন রঘুরাম রাজন।

Previous articleআন্দোলনরত কুস্তিগিরদের নিয়ে প্রশ্ন করতেই দৌড় কেন্দ্রীয় মন্ত্রীর! কটাক্ষ করে টুইট কংগ্রেসের
Next articleএবার কি বলিউডে আসছেন শুভমন গিল!