মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স.রব রাজ্য সরকারি কর্মচারীরা

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। গত ৩১ মে রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে শনিবার দুপুরে ভবানীপুরের হাজরা মোড়ে এক বিরাট সমাবেশের আয়োজন করেন রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই সভা থেকে বক্তারা রাজ্য সরকারের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণার জন্য কৃতজ্ঞতাও জানান। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক।

সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা ও বিরোধীদের অস্থিরতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যে কর্মকাণ্ড করে চলেছে তাঁর প্রশংসা করেন। রাজ্য সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধার্থে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তাও উঠে আসে বক্তাদের গলায়। হাজরা মোড়ের এই সমাবেশকে ঘিরে রাজ্য কর্মচারী ফেডারেশনের সদস্য, সমর্থকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো।

আরও পড়ুন- ইস্তফা দিতে চেয়েছিলেন, গৃহীত হয়নি রেলমন্ত্রী মমতার পদত্যাগ পত্র!

Previous articleইস্তফা দিতে চেয়েছিলেন, গৃহীত হয়নি রেলমন্ত্রী মমতার পদত্যাগ পত্র!
Next article‘এশিয়ান কাপ নিয়ে এখনই মাথা ঘামাতে চাই না’: স্টিমাচ