Sunday, August 24, 2025

বুধবার থেকে শুরু হতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার আগে জোর ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে এলেন অল রাউন্ডার মাইকেল নেসার।

চোটের জন্য এর আগে আইপিএল থেকেও ছিটকে যেতে হয়েছিল হ্যাজেলউডকে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয় তাকে। আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ‍্যাজলউড। দেশে ফিরে রিহ‍্যাব করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজলউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

হ‍্যাজলউডের জায়গায় WTC ফাইনালে অজি দলে সুযোগ পেয়েছেন নেসার। এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। ডিভিশন টু-এর ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচে সাসেক্সের দলে ছিলেন তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও। ফাইনাল ম্যাচে স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন নেসার। বোল্যান্ড এখনও অবধি দেশের হয়ে মাত্র সাতটি টেস্ট খেলেছেন তবে ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৩.৪২।

এদিকে এত বড় ম্যাচের তিনদিন আগে হ্যাজেলউডের এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে প্যাট কামিন্সদের। তাঁর অভিজ্ঞতা ছিল। সেটাই এখন বোলিং বিভাগকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন:বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

 

 

Related articles

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...
Exit mobile version