Saturday, November 15, 2025

WTC ফাইনালের আগে জোর ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজেলউড

Date:

বুধবার থেকে শুরু হতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার আগে জোর ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে এলেন অল রাউন্ডার মাইকেল নেসার।

চোটের জন্য এর আগে আইপিএল থেকেও ছিটকে যেতে হয়েছিল হ্যাজেলউডকে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয় তাকে। আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ‍্যাজলউড। দেশে ফিরে রিহ‍্যাব করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজলউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

হ‍্যাজলউডের জায়গায় WTC ফাইনালে অজি দলে সুযোগ পেয়েছেন নেসার। এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। ডিভিশন টু-এর ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচে সাসেক্সের দলে ছিলেন তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও। ফাইনাল ম্যাচে স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন নেসার। বোল্যান্ড এখনও অবধি দেশের হয়ে মাত্র সাতটি টেস্ট খেলেছেন তবে ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৩.৪২।

এদিকে এত বড় ম্যাচের তিনদিন আগে হ্যাজেলউডের এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে প্যাট কামিন্সদের। তাঁর অভিজ্ঞতা ছিল। সেটাই এখন বোলিং বিভাগকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন:বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version