১) সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। শনিবার চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে।

২) হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে এখনই এশিয়ান কাপ নিয়ে এখনই মাথা ঘামাতে চাই না’: স্টিমাচ। স্টিমাচ বলেন,সামনে কী রয়েছে সেটা নিয়েই ভাবছি।

৩) নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন অজি ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার। জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে জানুয়ারিতেই তাঁর শেষ টেস্ট সিরিজ হতে চলেছে।

৪) আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে কামব্যাক হয় রাহানে। দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এখন অতীতের কথা মনে করতে চাইছেন না রাহানে। বরং আগামীতেই ফোকাসড তিনি।

৫) আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কপিল দেব, সুনীল গাভাস্কাররা থাকলেও, সঙ্গে নেই রজার বিনি। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই বললেন বিসিসিআই সভাপতি। বিনি বলেন, তিনি ওই বার্তায় সই করেননি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
