Thursday, August 28, 2025

পিএসজির হয়ে শেষ ম‍্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। শুধু মেসি নন, পিএসজিকে বিদায় জানালেন সার্জিও র‍্যামোসও। তবে শেষ ম‍্যাচেও নজর কারতে পারলেন না মেসি। ম‍্যাচ হেরেই মাঠ ছাড়েন আর্জেন্তাইন সুপারস্টার। তবে গোল করলেন র‍্যামোস। ক্লেরমন্টের কাছে ৩-২ গোলে হারে পিএসজি। শেষ ম‍্যাচেও সমর্থকদের অপমানের মুখে পরলেন লিও।

ম‍্যাচ শুরু আগে সন্তানদের নিয়ে মাঠে নামেন মেসি, র‌্যামোসরা। ম‍্যাচের শুরুতেই গোল হজম করে পিএজি। কিন্তু তার আগেই রাশানি হ্যান্ডবল করায় ভিএআরের নির্দেশে বাতিল হয় সেই গোল। তবে এর পরই র‍্যামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমব‍াপে। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ক্লেরমন্ট। ম‍্যাচের ২৪ মিনিটে গাস্টিনের গোলে ১-২ করে ক্লেরমন্ট। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্লেরমন্টের হয়ে ২-২ করেন জেফেন। ম‍্যাচের ৬৩ মিনিটে ক্লেরমন্টের হয়ে ৩-২ করেন কেই। এরপর আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় পিএজি।

এদিকে শেষ ম‍্যাচেও দর্শকদের অপমান সহ্য করতে হল মেসিকে। মেসি নামার আগে এবং পরে পিএসজির সমর্থরা ব্যঙ্গাত্মক শিস দিলেন লিওকে। ম্যাচের আগে স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণা করতেই দর্শকরা ব্যঙ্গ করে শিস দিতে থাকেন। তার মধ্যেই অনুশীলন করতে নামেন মেসি। দ্বিতীয় ঘটনাটি ঘটে ম‍্যাচের ৫৪ মিনিটে। এমবাপের একটি পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে সামনে পেয়েছিলেন মেসি। তাঁর বাঁকানো শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। দর্শকরা আবার তাঁকে ব্যঙ্গাত্মক শিস দিতে থাকেন।

আরও পড়ুন:দলবদলের বাজারে জোর ধাক্কা ইস্টবেঙ্গলের

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version