Friday, November 7, 2025

মেরুদণ্ডহীন স্তাবকরা দায়িত্বে: রেলমন্ত্রী বৈষ্ণবের পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যমের

Date:

তৃণমূলের পাশাপাশি এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে তিনি জানালেন, মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার ফল পাচ্ছেন প্রধানমন্ত্রী। এই ঘটনার পর রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পর ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে রেল দফতরের চুড়ান্ত অব্যবস্থার ছবিটা। এই ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। আহত হাজার পেরিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির মাঝে মোদি সরকারকে তোপ দেগে টুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী। টুইটারে তিনি লেখেন, “এই ট্র্যাকগুলি স্লো ট্রেন চলার জন্য। এই ট্র্যাকে এমন দ্রুত গতির ট্রেন চালানোই উচিত হয়নি। সুতরাং রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীর অনুমতির জন্য অপেক্ষা না করেই নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত রেলমন্ত্রীর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো অযোগ্য এবং মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার জন্য বিখ্যাত। সেটারই মূল্য তাঁকে দিতে হচ্ছে। মণিপুরও এর উদাহরণ। সেখানেও নিজের চেলাকে বসিয়ে রেখেছেন মোদি।”

উল্লেখ্য, বিরোধীরা যতই সুর চড়াক অশ্বিনীর পদত্যাগের সম্ভাবনা কার্যত নগণ্য। সম্প্রতি ইস্তফা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, আপাতত তাঁর লক্ষ্য উদ্ধারকাজ দ্রুতগতিতে শেষ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে তাঁর সঙ্গে আছেন, সে ইঙ্গিত শনিবারই মিলেছে। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়েও ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি। বিবৃতিও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version