Monday, August 25, 2025

সামরিক আদালতেই হবে ইমরানের বিচার! স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর পাক প্রতিরক্ষামন্ত্রীর

Date:

তবে কী সামরিক আদালতে (Military Court) বিচার হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pak Prime Minister Imran Khan)? সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এমনই ইঙ্গিত দিয়েছিলেন। আর এবার সেই কথাতেই সিলমোহর দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khaja Asif)। তিনি সাফ জানিয়েছেন, সব দিক বিচার বিবেচনা করেই সেনা আদালতেই বিচার হবে ইমরান খানের। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চক্রান্ত করেছিলেন ইমরান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, এই হিংসার পিছনে মূল ষড়যন্ত্রকারী ইমরান খান। দেশজুড়ে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারীও তিনি। পরে গ্রেফতার হয়ে জেলে যাওয়ার আগে থেকেই তিনি এসব পরিকল্পনা করেছিলেন। বর্তমান সরকারের কাছে ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা করার প্রমাণ রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বর্তমানে ইমরান খান জামিনে রয়েছেন। তবে তাঁর দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। সেই সঙ্গে পিটিআই ছাড়ার হিড়িক রীতিমতো চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে মুখ খোলেন ইমরানও। পাক সেনাবাহিনীকে আক্রমণ করে ইমরান জানান, পাকিস্তানের সেনাবাহিনী চায় না তাঁর দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতুক, বদলে তারা চায় দুর্বল সরকার। যারা শুধুমাত্র সেনার তাঁবেদারি করবে। পাশাপাশি ইমরানের অভিযোগ, এ বছর অক্টোবরে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়া উচিত। কিন্তু সেই নির্বাচনে তাঁর দলের প্রতিদ্বন্দ্বিতা রুখতে দলকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ ইমরানের।

 

ইমরানের অভিযোগ, সেনা ও সরকার চাইছে আমার দল যাতে নির্বাচনে জিততে না পারে তার ব্যবস্থা করতে। তা নিশ্চিত হলে তবেই ভোটের ঘোষণা করা হবে। পাশাপাশি বর্তমানে দেউলিয়া অবস্থা পাকিস্তানের। এই পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী সরকার দরকার বলে মত ইমরানের। কিন্তু সেনার ষড়যন্ত্রে তা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ ইমরানের।

 

 

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version