Saturday, November 15, 2025

৩২ বছর পর খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড গ্যাংস্টার মুখতার আনসারির

Date:

৩২ বছর পর অবশেষে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন গ্যাংস্টার মুখতার আনসারী(Mukhtar Ansari)। সোমবার কংগ্রেস নেতা খুনের মামলায় বারাণসীর এমপি এমএলএ আদালত যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেছে পাঁচ বারের বিধায়ক মুখতারকে।

১৯৯১ সালে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অজয় রাইয়ের ভাই অবধেশ রাইকে তার বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। ওই খুনের নেপথ্যে আনসারি ছাড়াও ভীম সিং, প্রাক্তন বিধায়ক আবদুল কলিম এবং রাকেশ নায়েক-সহ আরও দু’জনের নামে এফআইআর করেছিলেন অজয়। দীর্ঘদিন ধরে মামলা চলার পর গত ১৯ মে শেষ হয় শুনানি। আদালত সেদিন জানিয়ে দেয় ৫ জুন হবে রায়দান। ঠিকমত সোমবার গ্যাংস্টার মুখতার আনসারীকে যাবজ্জীবন সাজা শোনায় বারাণসীর এমপি এমএলএ কোর্ট।

উল্লেখ্য, আনসারির বিরুদ্ধে সবমিলিয়ে মোট প্রায় ৬০টি মামলা রয়েছে। তারমধ্যে ছ’টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। গত এপ্রিল মাসে অপহরণ ও হত্যার অন্য একটি মামলায় আনসারির ১০ বছরের কারাদণ্ড হয়। অবশ্য রাজনীতির আঙিনায় মুখতার আনসারির দাপট কিছু কম ছিল না। ১৯৯৬, ২০০২, ২০০৭, ২০১২ ও ২০১৭ সালে তাঁর গড় মউ সদর থেকে বিধায়ক হন তিনি। এরমধ্যে জেল থেকেই শেষ তিনটি নির্বাচলে লড়াই করেছেন আনসারি। ২০২২ সালে ওই সিট থেকে জয়ী হয় তাঁর ছেলে আব্বাস আনসারি।

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version