বারাসতে সিপিএমের সভায় বিজেপিকে তুলোধনা সেলিম-সুজনের

প্রত্যেকের বক্তব্যেই ছিল বিজেপিকে একযোগে আক্রমণ।

বিস্তর জলঘোলার পর বারাসতের কাছারি ময়দানে সিপিএমের সভা অনুষ্ঠিত হল। প্রথমে অনুমতি দিয়েও তা ফিরিয়ে নিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। শেষে হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার বিকেলে সভা হয়। প্রত্যেকের বক্তব্যেই ছিল বিজেপিকে একযোগে আক্রমণ।

মঙ্গলবার উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী,পলাশ দাস সহ অন্যান্যরা। এমনিতেই রাজ্যে সিপিএম শূন্যে পরিণত হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে টালবাহানা চলছে। এরপরই বিজেপি আক্রমণ করতে শোনা যায় তার মুখে।এদিন সুজন চক্রবর্তী বলেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের অবস্থা কোথায় গেছে। ২০০১-০২ সালে নদী পেরিয়ে বাসন্তীতে বিদ্যুতের ব্যবস্থা করেছিল বাম সরকার। কিছু জায়গায় বাকি ছিল। সেই কাজ আজও শেষ হয়নি। এদিনের জনসভায় কর্মীদের উপস্থিতি ভাল ছিলো বলে দাবি করেন তিনি। অন্যান্য নেতাদের গলাতেও ছিল বিজেপিকে তুলোধনা করার সুর।
মঙ্গলবার বারাসতে দলীয় কর্মসূচিতে এসে সিপিএম এবং কংগ্রেসকে তৃতীয় লিঙ্গ মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, এসব লোককে চটি জুতো নিয়ে দৌড় করানো উচিত।

Previous articleগিরীশ পার্ক এলাকায় ভাঙল বাড়ির একাংশ
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ