WTC ফাইনালের আগে চোট পেলেন ভারত অধিনায়ক, করতে পারলেন না অনুশীলন

মঙ্গলবার অনুশীলনে ব্যাট করার সময় বাঁহাতের বুড়ো আঙুলে বল লাগে রোহিতের। তবে সেই চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।

বুধবার ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। তবে তার আগে আঙুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার অনুশীলনে ব্যাট করার সময় বাঁহাতের বুড়ো আঙুলে বল লাগে রোহিতের। তবে সেই চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। থ্রো ডাউন অনুশীলনের সময় চোট লাগে তাঁর। ততক্ষণাৎ নেট দিয়ে বেরিয়ে আসেন রোহিত, দলের ফিজিও কমলেশের কাছে যান। এরপর ভারতীয় ফিজিও তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে দেন। এবং এর ১০ মিনিট পর তিনি আবার নেটে ফিরে যান। যদিও এরপর ব্যাটিং অনুশীলন করতে পারেননি তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। তবে রোহিতের চোট কতোটা গুরুতর তা জানা যায়নি।

আরও পড়ুন:আগামিকাল WTC ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Previous articleঅমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক! হাই অ্যালার্ট জারি
Next articleলাক্ষাদ্বীপে আটকে বর্ষা, তাপপ্রবাহের সত.র্কতার মাঝেই হঠাৎ ঝড় জেলায় জেলায়