অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক! হাই অ্যালার্ট জারি

শীঘ্রই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা(Amarnath Yatra)। তবে তার আগেই আশঙ্কার কথা শোনাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(Central agency)। জানানো হল, পাক জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীরে(Jammu Kashmir) জঙ্গি হামলার পরিকল্পনা করছে। যার জেরে ইতিমধ্যেই হাই অ্যালার্ট(High Alart) জারি করার পাশাপাশি যাত্রাপথে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার উপর হামলা চালাতে ২ জঙ্গিকে দায়িত্ব দিয়েছে জঙ্গি সংগঠন। তাদের নাম, রফিক নাই এবং মহম্মদ আমিন বাট ওরফে আবু খুবেইব।আগামী ১ জুলাই থেকে খুলে যাচ্ছে অমরনাথ যাত্রার পথ। চলবে ৬২ দিন পর্যন্ত। এখানেই রাজৌরি-পুঞ্চ, পীর পাঞ্জাল এবং চেনাব ভ্যালি এলাকায় সন্ত্রাস হামলার ছক করেছে জঙ্গিরা। পূণ্যার্থিদের পাশাপাশি হামলা চালানো হতে পারে সেনার উপরও, এমনটাই জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এরপরই জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। গোয়েন্দা আধিকারিকরা আরও জানতে পেরেছেন, রফিক পুঞ্চের বাসিন্দা এবং মহম্মদ আমিন ডোডা জেলার বাসিন্দা। তারা দু’জনই বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজেদের জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে উপত্যকায় তরুণ সম্প্রদায়কে ব্রেন ওয়াস করে জঙ্গি কার্যকলাপে সামিল করার কাজ চালায় এরা। তবে পুঞ্চ ও ডোডায় রফিক এবং আমিনের বাড়িতে প্রতিনিয়ত নজর রাখছেন গোয়েন্দারা।

Previous articleইচ্ছে মতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, কড়া বার্তা বিচারপতি বসুর
Next articleWTC ফাইনালের আগে চোট পেলেন ভারত অধিনায়ক, করতে পারলেন না অনুশীলন