করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘ*টনার পরও হুঁশ ফেরেনি! এবার লাইনচ্যুত জনশতাব্দী এক্সপ্রেস

করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে ফের লাইনচ্যুত হল জনশতাব্দী এক্সপ্রেসের ২টি চাকা।। শুক্রবার ভোরে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন:পুরীগামী ট্রেনের AC কোচের নীচে আ.গুন! বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা
বিজয়ওয়াড়া থেকে আসছিল ট্রেনটি। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামানোর পর ট্রেনটিকে বাসিন ব্রিজ ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ওয়ার্কশপে ট্রেনটি নিয়ে যাওয়ার সময়ই ২টি চাকা লাইনচ্যুত হয়। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেলপুলিশ।


গত শুক্রবারই ওড়িশার বিজয়ওয়াড়া থেকে আসছিল ট্রেনটি। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামানোর পর ট্রেনটিকে বাসিন ব্রিজ ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ওয়ার্কশপে ট্রেনটি নিয়ে যাওয়ার সময়ই ২টি চাকা লাইনচ্যুত হয়। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেলপুলিশ।সেই স্মৃতি এখনও টাটকা। মর্গে পড়ে রয়েছে আরও ৮২টি মৃতদেহ। যেগুলো এখনও শনাক্তকরণ করা যায়নি। এরই মধ্যে ট্রেন বেলাইনের খবরে অ্ঙ্কিত যাত্রীরা।

Previous articleগোপন সরকারি নথি চুরিতে অভিযুক্ত ট্রাম্প,দো*ষ দিচ্ছেন বাইডেন প্রশাসনকে!
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে