Wednesday, August 20, 2025

মুক্তির আগেই ‘পাঠান’কে টেক্কা ‘আদিপুরুষ’-এর!

Date:

Share post:

বলি বাদশাকে (Shahrukh Khan) হারাতে তৈরি প্রভাস (Prabhash)। আর বক্স অফিস কাঁপাতে তৈরি ওম রাউত পরিচালিত ‘ আদিপুরুষ’। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সিনেমার প্রচারে তার বিন্দুমাত্র প্রভাব পড়তে দেননি নির্মাতারা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ থেকে শুরু করে চুম্বন বিতর্ক, তবুও নিজের মতো করে দাপিয়ে প্রিরিলিজ ব্যাটিং করে চলেছে আদিপুরুষ (Adipurush)। আর এবার বলিউডের অন্যতম সুপারহিট মুভি ‘পাঠান’কে (Pathan) টেক্কা দিতে পারে এই ছবি বলেই অনুমান করা হচ্ছে।

আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত প্রভাস – কৃতি – সইফ অভিনীত ‘আদিপুরুষ’। ১১ জুন থেকে শুরু হয়ে গেল ছবির টিকিটের অগ্রিম বুকিং। দেশ জুড়ে মোট ৫৫০০ স্ক্রিনে ‘পাঠান’ মুক্তি পেয়েছিল । সেখানেও এগিয়ে ‘আদিপুরুষ’। প্রায় ৬৫০০ স্ক্রিনে এই সিনেমা মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে চার হাজার স্ক্রিনে মুক্তি পাবে ছবির হিন্দি ভার্সন। মুক্তির আগেই স্যাটেলাইট স্বত্ব, ডিজিটাল স্বত্ব ইত্যাদি বিক্রি করে প্রায় ২৪৭ কোটি টাকা তুলে নিয়েছে । দক্ষিণ ভারতে ছবি মুক্তি এবং তার ব্যবসার আনুমানিক পরিসংখ্যান যে হিসেব দিচ্ছে তার থেকে মনে করা হচ্ছে যে ইতিমধ্যেই ঘরে এসেছে প্রায় ১৮৫ কোটি টাকা। অর্থাৎ ছবি মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এমনিতে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ খুব একটা বেশি দর্শক টানতে পারছে না। অন্যদিকে আবার কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ ছবি মুক্তি পেতে আরও সপ্তাহ দুয়েক বাকি আছে। তাহলে কি ফাঁকা মাঠে গোল দেওয়ার এই সুযোগ কাজে লাগিয়ে ‘পাঠান’কে মাঠের বাইরে পাঠিয়ে দেবে ‘আদিপুরুষ’? সেই হিসেব কষছে বক্স অফিস।

 

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...