Friday, August 22, 2025

চেন্নাইয়ের ঘুটঘুটে অন্ধকারে বিমানবন্দরে নামল শাহর কপ্টার, বিজেপি-ডিএমকে তরজা

Date:

দু’দিনের সফরে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ— এই চার রাজ্যে গিয়েছেন শাহ। শনিবার রাতে চেন্নাইয়ে পৌঁছন তিনি। চেন্নাই বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নামেন, তখন অন্ধকারে ডুবে বিমানবন্দর সংলগ্ন এলাকা। শুধুমাত্র বিমানবন্দরই নয় শহরের বিস্তীর্ণ এলাকাও অন্ধকারে ডুবেছিল। এই পরিস্থিতিতেই চেন্নাই শহরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তামিলনাড়ুর শাসকদল ডিএমকে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। তাদের দাবি, অমিত শাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাই নেয়নি তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু বিজেপি এই ঘটনার তদন্ত দাবি করেছে।

যদিও ডিএমকে-র সাফাই, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেশি।যার ফলে পাওয়ার গ্রিডগুলোর উপর চাপ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ।এর মধ্যে অন্য কোনও অভিসন্ধি বা চক্রান্ত ছিল না।

কিন্তু বিজেপি ডিএমকে-র এই তত্ত্ব মানতে নারাজ। তামিলনাড়ু বিজেপির সহ সভাপতি কারু নাগারাজন প্রশ্ন তুলেছেন , কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দরে নামার সময় কী ভাবে বিদ্যুৎ চলে যেতে পারে? এর তদন্ত হওয়া উচিত।ডিএমকে মুখপাত্র টিকেএস এলানগোভান বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এখন বিদ্যুতের চাহিদা বেশি। তাই মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে।
বিজেপি চাইলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে পারে।তামিলনাড়ুর বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন আছে, তা পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হয় কিছু সময় পরেই।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version