Sunday, November 16, 2025

ভোটের মুখে মোদি সরকারের ‘চাল’! বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Date:

পঞ্চায়েত ভোটের মুখে মোদি সরকারের চাল। এতদিন আটকে রেখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রে মোদি সরকার। আর তার পিছনে মূল ষড়যন্ত্রকারী বঙ্গ বিজেপি। তারাই দিল্লিতে গিয়ে দরবার করে বাংলার উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার তদ্বির করেছে। সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে দিন ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার প্রাপ্য আটকে রাখা পঞ্চায়েত ভোটে বিজেপির প্রচারে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা বুঝেই এবার প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।

অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। তার পর সেই বরাদ্দ স্থগিত রাখার বা কোনও কারণ দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আবাস যোজনা খাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও, তা আদতে বাংলা পায়নি। কারণ, তালিকা তৈরির সময় দুর্নীতির কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়েছে।
তবে এবার যে খাতে রাজ্যকে ৮৮৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা হল রাজ্যের হকের পাওনা। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে করগুলি আদায় করে তার একাংশ সেই রাজ্যের পাওনা। সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়তন ও অধিক কর আদায়ের কারণে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্য পেয়েছে ২১২১৮ কোটি টাকা।

আরও পড়ুন- জিএসটি নিয়ে অনিয়ম রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, ৩৭ হাজার ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বাতিল

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, মোট কর আদায়ের ৪২ শতাংশ রাজ্যের পাওয়ার কথা। আগে কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পের সংখ্যা বেশি ছিল। পরে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে বলা হয়, সবার পায়ের জুতোর মাপ সমান নয়। যে রাজ্যের যেমন চাহিদা সেখানে তেমন উন্নয়ন প্রকল্প রচনার অধিকার ওই রাজ্যের রয়েছে। সুতরাং রাজ্যের হাতে অধিকতর অর্থ দেওয়া হোক। যাতে রাজ্য তার নিজের মতো প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ করতে পারে। মঙ্গলবার ওই খাতেই ৯ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলা।

 

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version