Saturday, November 15, 2025

রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ: পঞ্চায়েতে বিজেপির হয়ে মনোনয়ন জমা বগটুইয়ের মিহিলালের আত্মীয়দের

Date:

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে। সেই কারণে রাজ্য সরকারের থেকে সব আর্থিক সাহায্য পাওয়ার পরেও বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন বগটুইয়ের মিহিলাল শেখের (Mihilal Shekh) পরিবারের ৩ সদস্য। সোমবার, বীরভূমের (Birbhum) রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা করেন মিহিলালের ভাইপো, তাঁর স্ত্রী ও আরেক মহিলা। নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ তদারক করেন মিহিলাল।

২০২২-র ২১ মার্চ খুন হন TMC নেতা ভাদু শেখ। সেই রাতেই বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন। তালিকায় ছিলেন মিহিলালের স্ত্রী, মা, মেয়ে এবং বোন। এর পরেই পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে পরিবারকে সমবেদনা জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। সরকারি তরফে আর্থিক সহায়তা, পরিবারের একজনকে চাকরিও দেওয়া হয়। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে যায় বিজেপি। বগটুইয়ে শুভেন্দু অধিকারীর সভায় দেখা যায় মিহিলালকে। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁর পরিবারের ৩জন বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন- বেলা গড়াতেই শহরে স্বস্তির বৃষ্টি, দমকা হাওয়ায় রাজ্যে বর্ষার আগমনী সুর  

রাজনৈতিক মহলের মতে, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে। প্রশাসনের সহায়তা পাওয়া মানেই, শাসকদলের হয়ে কাজ করতে হবে- এরকম কোনও বাধ্যবাধকতা নেই। সবাই মুক্ত পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারেন। আর তার প্রকৃষ্ট উদাহরণ মিহিলালের পরিবারের সদস্যদের বিজেপি হয়ে মনোনয়ন জমা।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version