Thursday, August 28, 2025

গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পর্কিত বেস্ত বেকারি মামলায় রায় ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত (Mumbai Special Court)। এই রায়ে অভিযুক্ত হর্ষদ রাওজিভাই সোলাঙ্কি এবং মাফাত মণিলাল গোহিলকে (Harshad Raojibhai Solanki and Mafat Manilal Gohil) খালাস করল আদালত। উল্লেখ্য ২০০২ সালে পয়লা মার্চ রাতে ভদোদরা শহরের সেরা বেকারি লুঠ করে বেকারিতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তরা, বলেই প্রত্যক্ষদর্শীদের মত । এই অগ্নিসংযোগের ঘটনায় বেকারির ভিতরে থাকা প্রায় ১৪ জন মারা যান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ২১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু গুজরাটের আদালত প্রমাণের অভাবে তাঁদের খালাস ঘোষণা করে। পরবর্তীতে এই মামলা গুজরাট হাইকোর্টেও (Gujrat High court)যায়। এরপর ২০০৪ সালে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার পিটিশন দাখিল করে, এবং বিষয়টি মহারাষ্ট্রে পাঠানোর নির্দেশ দেয়। মহারাষ্ট্রের বিশেষ আদালতে এই বিষয়ে শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি ২০০৬ সালে বেস্ট বেকারি মামলায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এ মামলায় খালাস পেয়েছেন ৮ জন। দোষী সাব্যস্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কেসে ২০১৩ সালে পলাতক ৪ আসামি ধরা পড়ে। মুম্বইয়ের বিশেষ আদালতে সেই মামলা চলাকালীন দুজন মারা যান এবং বাকি দুই অভিযুক্ত হর্ষদ রাওজি ভাই সোলাঙ্কি এবং মাফাত মনিলাল গোহিলকে আজ আদালত বেকসুর খালাস করে দেয়।

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version