Monday, January 19, 2026

পরিবারতন্ত্র থেকে আর্থিক কে.লেঙ্কারি- টুইটে মোদিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

পরিবারতন্ত্র থেকে শুরু করে বিজেপির আর্থিক কেলেঙ্কারি- সব বিষয় নিয়ে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তুলোধনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abjishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন অভিষেক। সেখানেই মঙ্গলবার বেশি রাতে টুইটে মোদির কুৎসার পাল্টা জবাবে ধুইয়ে দিলেন তৃণমূল সাংসদ।

প্রধানমন্ত্রীকে তাঁর নিজের কথাই স্মরণ করিয়ে দিয়ে অভিষেক লেখেন, কখনও মানুষকে তাঁর নিজেরই পরামর্শ অনুসরণ করা উচিৎ। আগে নিজে সেই কাজটি করুন যা অন্যকে বলে থাকেন। টুইটে অন্তত ১৪০ জনেরও বেশি বিভিন্ন বিজেপি নেতৃত্বের ছবি দিয়ে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, পরিবারবাদ কাকে বলে একবার দেখা যাক। সেখানে একের পর এক বিজেপি নেতাদের এবং তাঁদের, পিতা, পুত্র, কন্যা, পুত্রবধূদের দেখা যায়। রাজনীতিতে বড়সড়ো জায়গায় রয়েছেন তাঁরা। স্পষ্ট বোঝা যায়, পরিবারবাদ বিজেপির রন্ধ্রে রন্ধ্রে।

এর পাশাপাশি তাঁর জমানায় ব‌্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে রাফায়েল দুর্নীতি, নীরব মোদি-বিজয় মালিয়াদের ব‌্যাঙ্কের টাকা লুঠ করে ফেরার হওয়া, আদানির শেয়ার কেলেঙ্কারি, নারদ কেলেঙ্কারিতে এফআইআরে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর গ্রেফতারি না হওয়া এসব নিয়ে একটি কথাও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি। ২০১৪ থেকে শুরু করে এখনও পর্যন্ত মোদির প্রধানমন্ত্রিত্বকালে দেশে ঐতিহাসিক সব চুরি-জোচ্চুরি, জালিয়াতির ঘটনা ঘটেছে। একের পর এক স্ক্যাম সামনে এসেছে। অথচ সেই তিনি কথা বলছেন বাংলার বিষয় নিয়ে। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির মতো শিক্ষাক্ষেত্রে এতবড় দুর্নীতি গোটা দেশে নেই। যার অভিযোগ এবং তদন্ত করতে মৃত্যু হয়েছে বহু লোকের। সাংবাদিক থেকে তদন্তকারী অফিসার, বাদ নেই কেউই। অথচ সেসব কথা একবারও প্রধামন্ত্রীর ভাষণে উঠে আসে না। শোনা যায় না তাঁর আমলে ঘটে যাওয়া দুর্নীতির কোনও বিশ্লেষণ। ত্রিপুরায় ১০,৩২৩ শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে বিজেপি সরকার। অথচ বাংলার বদনাম করার জন্য প্রধানমন্ত্রী হয়েও নিজেকে বিজেপি নেতার উপরে তুলতে পারলেন না মোদি।

আরও পড়ুন- কৃষক আন্দোলনের সময় টুইটার বন্ধের হু.মকি দেয় মোদি সরকার, বি.স্ফোরক প্রাক্তন কর্তা

spot_img

Related articles

অসভ্যতার নজির! দিল্লি মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগ 

দিল্লি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে...

ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর 

ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে...

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...