Saturday, December 13, 2025

Karnataka: সরকার বদল সিলেবাস বদল, বাদ পড়লেন সাভারকার-হেডগেওয়ার

Date:

Share post:

সরকার বদলের সঙ্গে সঙ্গে কর্নাটকে(Karnataka) বদলে গেল গা-জোয়ারি, গৈরিকীরণের শিক্ষানীতি। বিজেপি শাসনে বদলে ফেলা পাঠ্যপুস্তক বিজেপির(BJP) সঙ্গে সঙ্গেই মুছে যাচ্ছে কংগ্রেস(Congress) শাসিত কর্নাটকে। পাঠ্য পুস্তক থেকে বাদ যাচ্ছে কে বি হেডগেওয়ার এবং বীর সাভারকারের অধ্যায়। বৃহস্পতিবার কর্নাটক মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি শাসনের শেষ দিকে গতবছর এই কয়েকটি অধ্যায় পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়েছিল।

জানা গেছে, কর্ণাটকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কান্নাডা এবং সমাজবিদ্যার পাঠ্যবই থেকে এই অধ্যায়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা মন্ত্রী মধু বঙ্গরাপ্পা জানান, বিজেপি আমলে পাঠ্যপুস্তকে যা যা বদল ঘটানো হয়েছিল সেই সব অধ্যায় বাদ দেওয়া হবে। জানা গেছে, হেডগেওয়ার, সাভারকার সম্পর্কিত অধ্যায় বাদ দিয়ে সেখানে যুক্ত করা হবে সাবিত্রীবাঈ ফুলে, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রসঙ্গিত অধ্যায়।

উল্লেখ্য, গত বছর বাসবরাজ বোম্মাই-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার নিজেদের গৈরিকীকরণ নীতি অব্যাহত রেখে ব্যপক পরিবর্তন করা সিলেবাসে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধে ফুঁসে ওঠেন কর্নাটকের বুদ্ধিজীবী মহল। তখন কংগ্রেস অবশ্য ঘোষণা করে ক্ষমতায় ফিরলে পাঠ্যপুস্তকে ফের বদল আনা হবে। সেই মতোই এবার পদক্ষেপ নিল কর্নাটকের কংগ্রেস সরকার। এপ্রসঙ্গে, শিক্ষামন্ত্রী মধু বঙ্গরাপ্পা জানিয়েছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ১৫ দিনের মধ্যে সরকার কমিটি গঠন করেছে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে পাঠ্যপুস্তকের সার্বিক বদল ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী শিক্ষাবর্ষ থেকে পুরোপুরি কার্যকর হবে।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...