Sunday, May 4, 2025

বাংলায় সিপিএমের কোলে বসে তৃণমূলের সাহায্য প্রত্যাশা নয়: কংগ্রেসকে কড়া হুঁ.শিয়ারি মমতার

Date:

“কংগ্রেস যেন বাংলায় সিপিএমের (CPIM) কোলে ঘর করে তৃণমূলের সাহায্য প্রত্যাশা না করে”- শুক্রবার, কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতে কোনও ঘোষণা না হলে, সিপিএমকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। আর এই বিষয় নিয়েই এদিন হাত শিবিরকে তীব্র আক্রমণ করেন মমতা।

বাংলায় সিপিএম-কংগ্রেস ঘোষিত জোট হলেও BJP-র সঙ্গেও তাঁরা গোপন আঁতাঁত করেছে। দীর্ঘদিন এই অভিযোগ তৃণমূল সভানেত্রীর। কাকদ্বীপের সভা থেকেও এক তিরে তাদের বিঁধলেন তিনি। তাঁর কথায়, “সিপিএমের কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। চারটি দল মিলে তৃণমূলের পিছনে পড়ে আছে।” এর পরেই কংগ্রেসকে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায়। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।”

২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক। তাতে একসঙ্গে উপস্থিত থাকার কথা তৃণমূল সভানেত্রী এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী। তার আগে এদিন খুব তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে রাজ্যস্তরে কোনও সমঝোতা করবেন না তিনি।

আরও পড়ুন- পঞ্চায়েতে তৃণমূলের প্রবীণতম প্রার্থী নব্বইয়ের গোপাল, হার কখনও সঙ্গী হয়নি

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version