Monday, January 12, 2026

প্রকাশিত রঞ্জি ট্রফির সূচি, শুরু ৫ জানুয়ারি থেকে

Date:

Share post:

প্রকাশিত হয়ে গেল রঞ্জি ট্রফি সূচি। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৩-২৪ রঞ্জি ট্রফির মরশুম। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই সূচি প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগামী মরশুমের রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে ৫ জানুয়ারি থেকে। এলিট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা ৫ জানুয়ারি থেকে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্য দিকে প্লেট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা হবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিট পর্যায়ের নকআউট পর্বের খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। চলবে ১৪ মার্চ পর্যন্ত। অন্য দিকে প্লেট পর্যায়ের নকআউট পর্বের খেলা ৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। রঞ্জি ট্রফিতে, এলিট এবং প্লেট নামে দুটি বিভাগ থাকবে। এলিট পর্যায়ে রয়েছে চারটি গ্রুপ। মোট ৩২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে আটটি করে দল। অন্য দিকে প্লেট পর্যায়ে একটিই গ্রুপ রয়েছে। সেখানে রয়েছে ছ’টি দল।

একনজরে নীচে এলিট গ্রুপ এবং প্লেট গ্রুপ :

এলিট গ্রুপ এ: সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, সার্ভিসেস এবং মণিপুর

এলিট গ্রুপ বি: বাংলা, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম এবং বিহার

এলিট গ্রুপ সি: কর্ণাটক, পাঞ্জাব, রেলওয়ে, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, ত্রিপুরা এবং চণ্ডীগড়

এলিট গ্রুপ ডি: মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীর

প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দরাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।

আরও পড়ুন:ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ, ইন্দোনেশিয়া ওপেন খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি

 

 

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...