Sunday, November 16, 2025

দুই বাবার মাঝে নীনা কন্যা মাসাবা! সম্পর্কের সমীকরণে নতুন বার্তা

Date:

‘বিশ্ব পিতৃদিবস’ (Father’s Day 2023) সব সন্তানের কাছেই স্পেশাল। সমাজমাধ্যমে বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। ব্যতিক্রম নন নীনা গুপ্তার (Neena Gupta) কন্যা মাসাবা গুপ্তাও (Masaba Gupta)। তবে ব্যতিক্রমী তাঁর পোস্ট এবং সেটার মধ্যে লুকিয়ে থাকা বিশেষ বার্তা। দুই বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মাসাবা গুপ্তা (Masaba Gupta) । যেখানে একসঙ্গে নিজের গোটা ফ্যামিলিকে তুলে ধরতে পারে নিজেকে সৌভাগ্যবতী বলেছেন তিনি। মায়ের প্রাক্তন এবং বর্তমানের সঙ্গে মেয়ের এই ছবি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে মা-বাবার বিবাহবিচ্ছেদের জেরে যখন সন্তানদের সামাজিক নিরাপত্তাহীনতার হীনমন্যতায় ভুগতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মাসাবার ছবি কি বিশেষ কোনও বার্তা দিল?

মাসাবার দ্বিতীয় বিয়ে উপলক্ষ্যে মাস কয়েক আগে দেশে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ড (Vivian Richard), যিনি তাঁর জন্মদাতা। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বিবেক মেহরা (Vivek Mehra), নীনার স্বামী। দুই বাবাকে সঙ্গে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন মাসাবা । ছবিতে স্পষ্ট মেয়ের চোখের আনন্দ আর দুই বাবার কন্যাসন্তানের জন্য স্নেহের অনুভূতি।

বলিপাড়া বলছে, বিয়ে না হলেও মেয়ের থেকে ভিভকে কখনওই দূরে রাখেননি নীনা। তাই ছুটি পেলেই মাসাবা বাবার সঙ্গে দেখা করতে বিদেশে চলে যেতেন। বাবা আর মেয়ের মধ্যে সুন্দর সম্পর্কের সমীকরণ বরাবরই ধরে রাখতে চেয়েছিলেন নীনা।বিবেক, নীনার দ্বিতীয় স্বামী। মায়ের দ্বিতীয় বিয়ের সময়ে মাসাবা ছিলেন নীনার পাশে। বিবেকের সঙ্গেও মাসাবার দারুণ বন্ডিং। সময়ের সঙ্গে ভিভিয়ান ও বিবেক, দু’জনেই যে মাসাবার কাছের মানুষ হয়ে উঠেছেন । আজকের দিনে বিবাহবিচ্ছেদের (Divorce) পর নতুন সম্পর্ক তৈরি করতে যখন একটু বেশি ভাবনা চিন্তা করতে হয়, সন্তানের কথা মাথায় রেখে অনেক সময় পিছিয়ে আসতে হয়, সেখানে দাঁড়িয়ে এই ছবি একটা দৃষ্টান্ত বটে। নেটপাড়া কুর্নিশ জানিয়েছে গোটা পরিবারকে।

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version