Thursday, December 25, 2025

দলবদলে চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে সই খাবরা-মন্দার-ভেনসপালের

Date:

Share post:

দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। শেষ কয়েক মরশুমের ব‍্যর্থতা মুছে আসন্ন মরশুমে ভালো দল গড়াই লক্ষ‍্য লাল-হলুদের। সেইমতই কাজ। এদিন ইস্টবেঙ্গলে সই করলেন তিন তারকা ফুটবলার। যদিও ট্রান্সফার মার্কেটে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হারমনজোত সিং খাবরা, মন্দার রাও দেশাই ও এডউইন ভেনসপালকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার সরকারি ঘোষণা হল।

ভেনসপালের সঙ্গে দুই বছরের চুক্তি হলেও বাকি দুই ফুটবলারের সঙ্গে এক মরশুমের চুক্তি করেছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলে এর আগে দীর্ঘদিন খেলেছেন খাবরা। এবার সেই তারকা ফুটবলারকেই আবারও সই করাল লাল-হলুদ ব্রিগেড। মন্দার এর আগে খেলেছেন কোচ কার্লোস কুয়াদ্রাতের কোচিং-এ। বেঙ্গালুরু এফসি-কে সেবার চ্যাম্পিয়ন করেছিলেন তাঁরা। আর এবার ইস্টবেঙ্গলের ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার।

এই তিন ফুটবলারের সই নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “মান্দার আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড়। ও অধিনায়কত্বও করেছে। ও খুবই অভিজ্ঞ।” ভেনসপাল একাধিক পজিশনে খেলতে পারেন। আর সেটাই তাঁকে দলে নেওয়ার মূল কারণ বলে জানান ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “ওর সবচেয়ে বড় শক্তি হল একাধিক পজিশনে খেলার ক্ষমতা। অত্যন্ত উতসাহী একজন ফুটবলার যে সবসময় তার দলের জন্য অতিরিক্ত কিছু করে দেখাতে চায়।”

অন্যদিকে খারবা সাত বছর পর ইস্টবেঙ্গলে ফেরত এলেন। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক দুটি ফেডারেশন কাপ, একটি আইএফএ শিল্ড, একটি ইন্ডিয়ান সুপার জিতেছেন। ইস্টবেঙ্গলের হয়ে টানা সাতটি সিএফএল জিতেছেন তিনি। আইএসএল-এ খবরা ১২৮টি ম্যাচ খেলেছেন। চেন্নাইয়ান এফসি-র হয়ে ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। খেলেছেন বেঙ্গালুরু এফসি কেরাল ব্লাস্টার্স এফসি-এর হয়েও।

আরও পড়ুন:লক্ষ্য এশিয়ান গেমস: প্রস্তুতি শুরু আন্দোলনরত কুস্তিগিরদের, ব্যতিক্রম সাক্ষী


 

 

spot_img

Related articles

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...