চলন্ত ট্রাকের সঙ্গে ধা.ক্কায় ভা.ঙল রথের চাকা, অব.রোধ রাজ্য সড়কে

রথযাত্রার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur, West Medinipur) হরিরামপুরে চলন্ত চাকের ধাক্কায় ভাঙল রথের চাকা। শতাব্দি প্রাচীন রথে(Chariot) রাতের অন্ধকারে টাল সামলাতে না পেরে ধাক্কা দিল চলন্ত ট্রাক। ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

দাসপুরের হরিরামপুর গ্রামের রথযাত্রাকে কেন্দ্র করে গন্ডগোলের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী। সুপ্রাচীন এই রথযাত্রার প্রাক্কালে সোমবার সুসজ্জিত রথ দাসপুর-মেদিনীপুর রাস্তায় রাজ্য সড়কের একপাশে রাখা ছিল। আনুমানিক রাত আড়াইটা নাগাদ চলন্ত ট্রাক সেই রথে ধাক্কা মারে। রথের চাকা-সহ বেশ কিছু অংশ ভেঙে যায়। ট্রাকটি পাঁশকুড়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়। এর প্রতিবাদে আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের মূল দাবি, বিকেলের মধ্যে রথ মেরামত করে দিতে হবে ওই ট্রাক মালিককে। পুলিশের হস্তক্ষেপে আপাতত অবরোধ উঠলেও বিকেলের মধ্যে রথ আগের অবস্থায় না ফিরলে ফের অবরোধের হুমকি দিয়েছেন তাঁরা।

 

Previous articleকাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে, প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ’, বললেন মেসি
Next articleহাজার হাজার ভক্ত সমাগমে মাহেশের ঐতিহাসিক রথযাত্রা!