Saturday, November 15, 2025

ওষুধের নামে বিষ, ৭ ভারতীয় কফ সিরাপ প্রসঙ্গে বিস্ফোরক রিপোর্ট WHOর

Date:

ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় শ’তিনেক শিশুর মৃত্যু হয়েছে গত কয়েক মাসে। সেই সকল কফ সিরাপের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ২০টি কফ সিরাপের উপাদান পরীক্ষানিরীক্ষার নির্দেশ দিয়েছে। WHO’র প্রাথমিক ধারণা, এই কফ সিরাপগুলি উপাদান থেকে বিষক্রিয়া হতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় ৭টি সংস্থা।

সম্প্রতি, মারিয়ন বায়োটেক (Marion Biotech), মেডেন ফার্মাসিউটিক্যাল-সহ (Maiden Pharmaceuticals) কয়েকটি সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৬৬ জন শিশুর। ওই সংস্থারগুলির বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছে তারা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু। ভারতীয় কফ সিরাপ খেয়ে প্রথম শিশু মৃত্যুর খবর আসে পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকে। কিছুদিন আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে উজেবেকিস্তান এবং জাম্বিয়ায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এরপরই এইসব কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

তবে এই কফ সিরাপ সংস্থাগুলির বিরুদ্ধে আগে থেকেই পদক্ষেপ করেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এমনকী, ওষুধ রফতানি নিয়ে নয়া নির্দেশিকাও দিয়েছে DGCA। বলা হয়েছে, রফতানির আগে সব সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। তবেই সেটা বিদেশে রফতানি করার অনুমতি মিলবে। এবার WHO-ও এই কফ সিরাপগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version