অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের জ.ঙ্গিযোগ! বি.স্ফোরক অভিযোগ তুলে গ্রে.ফতারের দাবি কংগ্রেসের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Hemant BishwaSharma) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল কংগ্রেস। হিংসার জেরে যখন মণিপুরে(Manipur) আগুন জ্বলছে ঠিক সেই সময় অসমের মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবি তুলে কংগ্রেসের অভিযোগ, কুকি(Kuki) উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগ রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অসম মহিলা কংগ্রেসের প্রধান মীরা গোস্বামী। তিনি বলেন, ২০১৭ সালে অসমে বিধানসভা নির্বাচন চলাকালীন এই জঙ্গি সংগঠনের সাহায্য নিয়েছিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি হিমন্তের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে কুকিগোষ্ঠীর তরফে চিঠি লেখা হয় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। গোটা ঘটনায় তদন্তের দাবী জানিয়ে অসমের ডিজিপিকে চিঠি লিখেছেন মীরা।

সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে কুকি লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান এস এস হাওকিপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন। সেই চিঠি অনুযায়ী এক অস্ত্র কেনার মামলায় তদন্ত থেকে রেহাইয়ের পরিবর্তে অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাম মাধবকে নির্বাচনে সহায়তা করেন হাওকিপ। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে কংগ্রেস। দাবি তোলা হয়েছে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হোক অসমের মুখ্যমন্ত্রীকে।

এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রীর অফিসকে চিঠি লিখেছে তৃণমূল, সিপিআই, সিপিএম, এনসিপি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল। জানা গিয়েছে, মনিপুর হিংসা ও তাতে অসমের মুখ্যমন্ত্রীর যোগের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও প্রধানমন্ত্রী অফিসে তরফ থেকে তাদের সময় দেওয়া হয়নি। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানান, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তবে ২০০৮ সালে কুকি গোষ্ঠীর সঙ্গে একটা চুক্তি হয়েছিল ঠিকই, কিন্তু তখন কংগ্রেসের সরকার ছিল অসমে।