পঞ্চায়েত নির্বাচন: ‘দিশাহীন’ ইস্তেহার প্রকাশ বামেদের

কোনও নতুন দিশা নেই। উল্টে ‘কন্যাশ্রী’, ‘দু টাকা কেজি চাল’ নিজেদের বলে দাবি করে পঞ্চায়েত ভোটের ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট (Left Front)। বুধবার আলিমুদ্দিনে সিপিএমের সদর কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। ছিলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতৃত্ব।

ইস্তেহারের (Manifesto) প্রথমে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে- যেটা পঞ্চায়েতের বিষয়ই নয়। এরপরে বর্তমান রাজ্য সরকারের আমলের যা যা প্রকল্প চালু রয়েছে সেগুলোই ফের চালুর কথা বলা রয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সুযোগ সুবিধা সেগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু রেখেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছেন। ‘কন্যাশ্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রকল্প- যার জন্য রাষ্ট্রসঙ্ঘ থেকেও পুরস্কার পেয়েছেন তিনি। এর পাশাপাশি ‘সবুজশ্রী’, ‘যুবশ্রী’ নানা প্রকল্প রয়েছে পড়ুয়াদের জন্য। রাজ্যের মানুষ বিনামূল্যে চাল পাচ্ছেন। অথচ এখানে বামেরা দু টাকা মূল্যে চালের কথা বলছে- সেটা নাকি তারাই সেই আমলে চালু করেছিলেন।

রাজ্যের ১০০ দিনের টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। সেই নিয়ে কেন্দ্রকে দোষারোপ করার বদলে বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বামফ্রন্ট! অথচ দিল্লি গিয়ে কোনোদিন তাদের রাজ্যের টাকা ফেরত আনার জন্য লড়াই করতে দেখা যায়নি। বাংলার আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। সেই বিষয় নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বামেরা। ইস্তেহার দেখে বোঝা যাচ্ছে না, যে তারা ঠিক লড়াইটা কার বিরুদ্ধে করতে চাইছে!

আরও পড়ুন- সৌদি আরবের আল ইত্তিহাদে করিম বেনজেমার সতীর্থ হচ্ছেন এনগোলো কান্তে !

জমির পাট্টা দেওয়ার বিষয় আশ্বাস দিয়েছে দেওয়া হয়েছে ইজতেহারে, অথচ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আদিবাসী সহ বিভিন্ন জাতির মানুষদের জমির পাট্টা দেওয়া কাজ। শুরু করে দিয়েছেন। সারা রাজ্যেই তা প্রায় শেষের পথে সব মিলিয়ে এক দিশাহীন ইশতেহার প্রকাশ করলেন বিমান বসুরা। তবে তাঁদের জোট সঙ্গী কংগ্রেস এখনও সেটা করে উঠতে পারেননি। সময় পেরিয়ে যাওয়ার পরেও মনোনয়ন জমা নিয়েই ব্যস্ত রয়েছে তারা।

 

Previous articleশিক্ষকদের যোগব্যায়াম শেখালো শিক্ষার্থীরা
Next articleফের রাষ্ট্রসঙ্ঘে পাক জঙ্গির ‘ঢাল’ চিন, ‘সস্তা স্বার্থ’ তোপ ভারতের