Sunday, August 24, 2025

একের বিরুদ্ধে একের লড়াই! জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার

Date:

শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।

পাখির চোখ ২০২৪-এ লোকসভা নির্বাচন। বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে আগেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই শুক্রবার সেই বৈঠক হবে পাটনা। বৃহস্পতিবার, অভিষেক ও ফিরহাদকে নিয়ে পাটনা উড়ে যান মমতা। পৌঁছেই সোজা যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি যান তৃণমূল সুপ্রিমো। সেখানে তাঁদের স্বাগত জানান লালুপত্নী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপুত্র তরুণ তুর্কি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুপ্রসাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “একের বিরুদ্ধে এক লড়াই হবে। বিজেপি-বিরোধিতায় আমরা সকলে এককাট্টা হয়েই লড়ব। বাকি যা সিদ্ধান্ত কাল শুক্রবার আমাদের বৈঠকেই নেওয়া হবে।“ লালুপ্রসাদের সঙ্গে বহু পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা জানান মমতা। সংসদে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, লালুজি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু এখন বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ২৩ জুন বিজেপি-বিরোধী জোটের বৈঠক পাটনায়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা। বৈঠকের মধ্যমণি জোটের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রয়াসে অনেক আগে থেকেই বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, বৈঠককে সে সিদ্ধান্তই হোক না কেন, তা সর্বসম্মতভাবেই হবে।

পরে সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বেশ কিছুক্ষণ দুই মুখ্যমন্ত্রীর কথা হয়। মেগা বৈঠকের আগে তাঁদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version