ফের উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। ভূস্বর্গে জোর করে পাকিস্তানি জঙ্গিদের (Paki.stan Terr. orist) অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা (Indian Army)। পাক অধিকৃত কাশ্মীর থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে (Machal Sector) অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় জওয়ানদের (Indian Army) গুলিতে মৃত চার জঙ্গি।

কাশ্মীর জ়োন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কুপওয়ারার মাচাল (machal) সেক্টরের কালা জঙ্গলে পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করেন। রুখে দাঁড়ায় ভারতীয় সেনা। একেবারে মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান পাকিস্তানের চার জঙ্গি। ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি রয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিককলে একাধিক বার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপকে রুখতে জওয়ানরা প্রতিমুহূর্তে প্রস্তুত রয়েছেন।