Saturday, August 23, 2025

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতের টেস্ট এবং একদিনের দল

Date:

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দল। টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দুই সিরিজেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানে। একদিনের দলে রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া। যদিও এখনও টি-২০ দল ঘোষণা করা হয়নি।

টেস্টে ক্রিকেটে ১৮ মাস পরে ফিরে এসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ খেলেছিলেন অজিঙ্কে রাহানে। শুধু টেস্টে নয়, আইপিএল-এও দারুণ ছন্দে ছিলেন রাহানে। সেই জন্যই ফের তাঁকে ভাইস ক্যাপ্টেন পদ ফিরিয়ে দেওয়া হল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ন। বাংলার মুকেশ কুমারও সুযোগ পেয়েছেন এই দলে। শুধু তাই নয়, দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ বল করা জয়দেব উনাদকটও। বাদ গিয়েছেন চেতেশ্বর পুজারা। লাগাতার খারাপ ফর্মের জন্য বাদ জেতে হল তাঁকে। পাশাওয়াশি দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড। দলে রয়েছেন উমরান মালিকও।

এদিকে ঘরের মাটিতে বিশ্বজয় করতে একদিনের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেই প্রস্তুতি শুরু করবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের দলে ফিরলেন সঞ্জু স্যামসন।

একনজের ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের দল :

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB


 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version