Friday, November 21, 2025

বিয়ে করতে চাওয়ার শাস্তি!প্রেমিকার চুল কেটে মার প্রেমিক ও তাঁর মায়ের

Date:

Share post:

সমাজমাধ্যমের মারফতে বেশ কিছুদিনের আলাপ। শারীরিক ঘনিষ্ঠতাও ছিল। কিন্তু বিয়েতে গররাজি প্রেমিক। এ নিয়ে আলোচনার জন্য যুবকের বাড়িতে যেতেই প্রেমিকার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ।বারুইপুর থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উ.ত্তপ্ত দিনহাটা! নির্দল প্রার্থীদের বাড়িতে তাণ্ডব দু.ষ্কৃতীদের
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। নির্যাতিতার অভিযোগ,তাঁদের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে তিনি প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কোনও কথাই বলতে চাননি প্রেমিক। উলটে তাঁকে হেনস্তা করতে থাকেন প্রেমিক এবং তাঁর পরিবারের লোকজন। প্রতিবেশীদের ডেকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তরুণীর। এরপর তরুণীর চুল কেটে দেন তাঁর প্রেমিক এবং তাঁর মা। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণী চিৎকার করে নিজেকে ছাড়াতে চাইছেন। কয়েক জন তাঁকে ঘিরে রয়েছেন। কিন্তু কেউ তরুণীকে রক্ষা করতে এগিয়ে আসেননি। ওই সময় এক যুবক এবং মহিলাকে দেখা যায় কাঁচি দিয়ে তরুণীর চুল কেটে ফেলছেন তাঁরা।

এই ঘটনায় বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি বারুইপুর থানা এলাকায়। নাম শেখ রাজ আলি। নির্যাতিতার দাবি,তাঁদের আলাপ-পরিচয় বহুদিনের। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কের রূপ নেয়। এমনকি, একাধিক বার শারীরিক সম্পর্কও হয়। কিন্তু ইদানিং তিনি বিয়ের কথা বলতেই টালবাহানা শুরু করেন রাজ। সম্পর্কও রাখতেও তিনি অস্বীকার করেন বলে অভিযোগ। এ নিয়ে আলোচনার জন্য তাঁর বাড়িতে যেতেই তাঁকে শারীরিক ভাবে হেনস্থা হতে হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তরুণী। এমনকি, তাঁকে চোর অপবাদ দেওয়া হয়। পুলিশের কাছে ওই যুবক এবং তাঁর মা মীনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

spot_img

Related articles

ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

শুক্রবার ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আইএসএল(ISL) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আইএসএল (ISL) আয়োজনে...

মহুয়ার বিরুদ্ধে লোকপালের চার্জশিট-নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট, রায়দান স্থগিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দেওয়ায় লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট (Delhi...

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে...