Wednesday, May 7, 2025

বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখতে পায়নি পাড়ার প্রতিবেশীরা।সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ঘরের ভেতর থেকেও।নিমতা থানার পুলিশ ঘরের দরজা ভেঙে চমকে ওঠে।দেখা যায় মাটিতে পড়ে আছে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পচাগলা দেহ। পাশের ঘরেই মিলেছে একটি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। ঠিক কী কারণে এই মৃ্ত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনে থাকতেন বিদ্যুৎ দফতরের  অবসরপ্রাপ্ত কর্মী বীরেন্দ্রকুমার দে (৬৬)। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে ওই প্রৌঢ়কে দেখতে পাচ্ছিলেন না। কারও সাড়াশব্দও পাচ্ছিলেন না। ফলে তাদের সন্দেহ হয়। এরপরই নিমতা থানায় তাঁরা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, পাশের ঘর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি মৃতের ভাই ধীরেন্দ্র কুমার দে’র (৬৩)। স্থানীয়দের দাবি, দুই ভাই মানসিক রোগী ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত পাঁচ-ছ’মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়। বাড়িতে অন্য  কেউ না থাকায় বিষয়টি প্রতিবেশীরাও জানতে পারেননি। স্থানীয়রা তৎপর হওয়ায় এদিন গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তাঁরা চার ভাই। প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দু’ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...
Exit mobile version