শাসক দল সংযম দেখালেও পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ যত বাড়ছে, ততই মারমুখি হয়ে উঠছে। এবার বহরমপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী, অভিযোগের তির কংগ্রেসের দিকে। প্রচারে বেরিয়ে আজ, বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কংগ্রেস প্রার্থী। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম সুলগ্ন বিশ্বাস।

আক্রান্ত ওই তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই বহরমপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জনৈক বাচ্চু মণ্ডল এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনাতে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ সুলগ্ন বিশ্বাস বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে ভাকুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের সারদা পল্লী এলাকাতে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলার ঘটনাটি ঘটে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
