Thursday, November 6, 2025

বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ প্রকল্পে, তিন মাসে আবেদন ছাড়াল ৭০ হাজার

Date:

Share post:

শুরুতেই বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ প্রকল্পে। মাত্র তিন মাসে এই প্রকল্পে আবেদনের সংখ্যা ছাড়িয়ে গেল ৭০ হাজারের গণ্ডি। যুব প্রজন্মকে নিজস্ব ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতে চালু হওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প টালু হয় ১ লাএপ্রিল। সেখান থেকে এ পর্যন্ত ৭০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১৩ হাজারের ক্ষেত্রে ইতিমধ্যেই ঋণের অনুমোদন মিলেছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন এই অর্থবর্ষে দু’লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তা পূরণ হবে বলে তিনি আশাবাদি। তিনি বলেন, ওই ক্রেডিট কার্ড দিতে রাজ্য সরকার ‘ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস’-এর সঙ্গে চুক্তি করেছে। তারাই এখানকার আবেদনকারীদের ঋণ দেওয়ার সুযোগ করে দেবে।ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাঙ্ক এই প্রকল্পে সহযোগী হতে উত্সাহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই দুটি ব্যাঙ্ক এই প্রকল্পে যোগ দিয়েছে বলে তিনি জানান।

এই ভবিষ্যত্ যে উদ্যোগ তৈরি হবে, তার প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ অর্থ রাজ্য ‘মার্জিন মানি’ হিসেবে দেবে। এই বাবদ প্রত্যেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভর্তুকি পাবেন। এই প্রকল্প বাস্তবায়িত করতে সাড়ে তিনশো কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে অর্থ দফতর।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আগেই তরুণ প্রজন্মের সামনে উচ্চশিক্ষার নতুন দরজা খুলে দিয়েছে রাজ্য সরকার। এবার তাদের নিজের পায়ে দাঁড়িয়ে উজ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করতে শুরু হচ্ছে ভবিষ্যত প্রকল্প। রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালুর কথা ঘোষণা করেন। ১৮-৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই কার্ডের মধ্যমে ব্যবসা করার জন্য ঋণের আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ৩১ থেকে ৪৫ বছর বয়সী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি, ছোট ব্যবসায়ী, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং ও পণ্য সররবরাহ ব্যবসায়ীরাও নিজেদের ব্যবসা বাড়াতে এই কার্ডের মাধ্যমে ক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন গৃহীত হলে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টির সঙ্গে সঙ্গে সেই ঋণের ওপর রাজ্য সরকার প্রত্যেক ঋণগ্রহীতাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে।

আরও পড়ুন- কেমন আছেন মুখ্যমন্ত্রী? স্বা.স্থ্য বুলেটিন প্রকাশ করে জানাল নবান্ন

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...