কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিপাকে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malabya)। বিজেপি(BJP) নেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর(FIR)। এই ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। এই ঘটনায় সরব হয়ে বিজেপির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কংগ্রেসের তরফে দায়ের করা হয়েছে এফআইআর।

রাহুল গান্ধীকে আক্রমণ করে গত ১৭ জুন একটি টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, “রাহুল গান্ধী বিপজ্জনক এবং একটি ছলনাময় খেলা চালাচ্ছেন।” এর সঙ্গে একটি ব্যাঙ্গাত্মক কার্টুনও দেওয়া হয়। এই মন্তব্যের জেরেই মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কংগ্রেস বিধায়ক রমেশ বাবু। যার পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় বিজেপি। গেরুয়া নেতা তেজস্বী সূর্য বলেন, “অমিত মালব্যের বিরুদ্ধে দায়ের করা এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্যের জন্য আইপিসির ১৩৫এ এবং ৫০৫(২) ধারায় মামলা হয়েছে। উভয় ধারাই গোষ্ঠীদ্বন্দ্বের উস্কানির সঙ্গে সম্পর্কিত। রাহুল গান্ধী কী? একজন ব্যক্তি বা একটি দল? নাকি একটি গোষ্ঠী? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।” তবে বিজেপির পাল্টা কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে রীতিমতো করে বলেন, দেশের আইন মানতে সমস্যা হয় ওদের। আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, এফআইআর-এর কোন অংশটি অসৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আইনি মতামত নিয়েই যা করার করেছি আমরা।

একইসঙ্গে সম্প্রতি কংগ্রেসের তরফে জানানো হয়েছে অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উত্তর-পূর্বের এই রাজ্যে যাচ্ছেন রাহুল গান্ধী। আগামী ২৯ ও ৩০ জুন তিনি মণিপুরে থাকবেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি রাহুলের এই সফরের কথা প্রকাশ্যে আনেন রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। টুইটারে তিনি জানান, প্রাক্তন কংগ্রেস সভাপতি ইম্ফল ও চূড়াচাঁদপুরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি ত্রাণ

শিবিরগুলিও পরিদর্শন করবেন তিনি।
