Wednesday, May 7, 2025

নিউটাউন বাজারে ট্রাফিক জ.রিমানা ৫০০ টাকা! স্বস্তি দিয়ে প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাসখানেক আগে কলকাতা পুরসভার তরফে পার্কিং চার্জ বাড়ানো হয়েছিল পুরসভা অধীনস্থ এলাকায়। অস্বাভাবিক ফি বাড়ানোয় বিপাকে পড়েছিলেন আমজনতা।যদিও পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ফি প্রত্যাহার করে নেওয়া হয়। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি নিউটাউনেও।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি এলাকায় নিউটাউনের নো পার্কিং এলাকাতে গাড়ি রাখলেই জরিমানা হিসাবে গুনতে হচ্ছিল কড়কড়ে ৫০০ টাকা।মিনিট খানেকের জন্য গাড়ি দাঁড় করালেই ক্যামেরায় ছবি তুলে জরিমানা করা হচ্ছিল।কিন্তু কার নির্দেশে এই ফি বাড়ানোর সিদ্ধান্ত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।এনকেডিএ ফি বাড়ায়নি বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে পুলিশ কীভাবে এভাবে ফি বাড়াতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অথচ এই পার্কিং ফি বাড়ানোর বিষয়ে জানতেনই না রাজ্যের প্রশাসনিক প্রধান। মানুষের ক্ষোভের কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে ওই জরিমানা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী।নিউটাউন ট্রাফিক গার্ডে এই বিষয়ে আজই নির্দেশিকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ  টুইট করে জরিমানা প্রত্যাহারের কথা জানান।তিনি লেখেন, নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা চালু হয়েছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মুখ্যমন্ত্রী জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী এই জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করার নির্দেশ দিয়েছেন।

এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর সঙ্গে এনকেডিএর কোনও যোগ নেই। এটা বিধাননগর কমিশনারেটের ব্যাপার।এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন স্পষ্ট জানিয়েছেন, নিউটাউনে ৫০০ টাকা জরিমানা আমাদের চালু নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় পার্কিং জোন রয়েছে। সেখান থেকে পার্কিং চার্জ নেওয়া হয়। নো পার্কিং দেখার বিষয় পুলিশের।নিউটাউন ট্রাফিক গার্ডের ইনচার্জ সুশান্তকুমার মণ্ডল জানান, সম্প্রতি নিউটাউনের নো পার্কিং এলাকায় গাড়ি রাখলে ৫০০ টাকা করে জরিমানা দিতে হত।সেটা মুখ্যমন্ত্রী প্রত্যাহার করতে বলেছেন যখন, সেই অনুযায়ী কাজ হবে।

 

spot_img

Related articles

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...