Thursday, January 8, 2026

পঞ্চায়েত ভোটে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের, ‘দিশাহীন’ ক.টাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত (Panchayat) গড়াই লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। ইস্তাহারের নাম দেওয়া হয়েছে “হাত ধরো, গ্রাম গড়ো”। তবে হাত শিবিরের মতে এটা ইস্তাহার নয়, পঞ্চশীল গ্যারান্টি। তবে শুধু কংগ্রেসই নয়, নির্বাচনের আগে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপিও (BJP)। তবে এদিন কংগ্রেসের ইস্তাহার প্রকাশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস, বিজেপি একাধিক জায়গায় প্রার্থী দিতে পারছে না, তারওপর ইস্তাহার প্রকাশ করে সাধারণ মানুষের মন জয়ের যে চেষ্টা হাত শিবির করছে তাতে লাভের লাভ কিছুই হবে না।

মূলত ৫টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। যেখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের পাশাপাশি দলের সমস্ত সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ আগে কেন নিলেন না কংগ্রেসের হাইকম্যান্ড? নাকি তৃণমূল কংগ্রেসের (TMC) দেখানো পথেই হেঁটে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে শিক্ষা নিয়েই কংগ্রেসের এমন পদক্ষেপ কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এদিন কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, পঞ্চায়েতের সকলের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০০ দিনের কাজে দলের নিরপেক্ষতাকেই প্রাধান্য দিতে হবে। পাশাপাশি উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। তবে এসব গালভরা প্রতিশ্রুতি দিলেও আখেরে এই সমস্ত অঙ্গীকারের বাস্তবায়ন হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

পাশাপাশি মহিলাদের স্বনির্ভরগোষ্ঠীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। মূলত ‘স্কিল ডেভেলপমেন্ট’-এ জোর দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। এছাড়া পঞ্চায়েত পরিচালনায় সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে এসসি, এসটি, ওবিসি-সহ মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার প্রদান করার আশ্বাসও দিয়েছে কংগ্রেস। তবে রাজনৈতিক মহলের মতে, ইস্তাহারে একাধিক ঘোষণা করলেও আখেরে তাতে যে নতুন কিছুই নেই তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

spot_img

Related articles

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...

SIR নিয়ে দুই সুর শমীক-দিলীপের

যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'ভাব' করিয়ে...