Monday, November 24, 2025

পঞ্চায়েত ভোটে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের, ‘দিশাহীন’ ক.টাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত (Panchayat) গড়াই লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। ইস্তাহারের নাম দেওয়া হয়েছে “হাত ধরো, গ্রাম গড়ো”। তবে হাত শিবিরের মতে এটা ইস্তাহার নয়, পঞ্চশীল গ্যারান্টি। তবে শুধু কংগ্রেসই নয়, নির্বাচনের আগে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপিও (BJP)। তবে এদিন কংগ্রেসের ইস্তাহার প্রকাশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস, বিজেপি একাধিক জায়গায় প্রার্থী দিতে পারছে না, তারওপর ইস্তাহার প্রকাশ করে সাধারণ মানুষের মন জয়ের যে চেষ্টা হাত শিবির করছে তাতে লাভের লাভ কিছুই হবে না।

মূলত ৫টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। যেখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের পাশাপাশি দলের সমস্ত সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ আগে কেন নিলেন না কংগ্রেসের হাইকম্যান্ড? নাকি তৃণমূল কংগ্রেসের (TMC) দেখানো পথেই হেঁটে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে শিক্ষা নিয়েই কংগ্রেসের এমন পদক্ষেপ কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এদিন কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, পঞ্চায়েতের সকলের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০০ দিনের কাজে দলের নিরপেক্ষতাকেই প্রাধান্য দিতে হবে। পাশাপাশি উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। তবে এসব গালভরা প্রতিশ্রুতি দিলেও আখেরে এই সমস্ত অঙ্গীকারের বাস্তবায়ন হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

পাশাপাশি মহিলাদের স্বনির্ভরগোষ্ঠীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। মূলত ‘স্কিল ডেভেলপমেন্ট’-এ জোর দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। এছাড়া পঞ্চায়েত পরিচালনায় সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে এসসি, এসটি, ওবিসি-সহ মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার প্রদান করার আশ্বাসও দিয়েছে কংগ্রেস। তবে রাজনৈতিক মহলের মতে, ইস্তাহারে একাধিক ঘোষণা করলেও আখেরে তাতে যে নতুন কিছুই নেই তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...