Friday, November 14, 2025

মোহনবাগান মাঠে মার্টিনেজকে দেখার জন‍্য কী করতে হবে সমর্থকদের? জানাল সবুজ মেরুন ক্লাব

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শহরে আসছেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতায় পা রেখেই একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারই মধ‍্যে অন‍্যতম হল ৪ জুলাই মোহনবাগান মাঠ। ৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। সেখানে তিনি পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধনও করবেন। এছাড়াও, মোহনবাগান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন আর্জেন্তাইন গোলরক্ষক। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখতে ফুটবল ভক্তদের ভীড় উপচে পড়তে চলেছে। আর সেই সুযোগই করে দিতে চলেছে মোহনবাগান।  কীভাবে সমর্থকেরা দেখতে পারবেন মেসির সতির্থকে? এদিন বিবৃতি দিয়ে জানাল সবুজ মেরুন ক্লাব।

২০২২ বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে মোহনবাগান ক্লাবে দেখার জন্য টিকিটের ব‍্যবস্থা করল সবুজ মেরুন। এদিন বিবৃতি দিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বলা হয়, “আগামী ১ ও ২ জুলাই দুপুর ২ টো থেকে ৬টা পর্যন্ত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের টিকিট দেওয়া হবে একদম বিনামূল্যে। মোহনবাগান সদস্যরা মার্টিনেজকে দেখতে পাবেন মোহনবাগান ক্লাবের মেম্বার গ্যালারি থেকে। মোহনবাগান সদস্যরা কার্ড দেখিয়ে একটি করে টিকিট পাবেন। সমর্থকেরা পিডাব্লুডি গ্যালারিতে বসে দেখতে পারবেন মার্টিনেজকে। পিডাব্লুডি কাউন্টার থেকে সমর্থকেরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন।”

এর আগে বহু কিংবদন্তি ফুটবলারের পা পড়েছে কলকাতার বুকে। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমবার সদ্য বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার ভারতে আসছেন। তার উপর বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন মার্টিনেজ। আর ৪ জুলাই কলকাতায় এসেই ‘দিবু’ খ্যাত তারকা গোলকিপার পা রাখবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় গঙ্গাপাড়ের ক্লাবে ঘণ্টাখানেক থাকবেন মার্টিনেজ। গেট উদ্বোধন ছাড়াও কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারকে নিয়ে একাধিক পরিকল্পনা মোহনবাগানের।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন বুমরাহ? বড় আপডেট দিলেন অশ্বিন


 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version