Friday, December 5, 2025

উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে জয়ী করার আহ্বান কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।আগামী ৮ জুলাই নির্বাচন। তার আগে আজ শেষ রবিবার পূর্ব মেদিনীপুরে শাসকদলের প্রচার ছিল তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে খেজুরি ২ নম্বর ব্লকে উৎসব ভবনের পথসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত কিছুর দাম লাগামছাড়া বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসের দাম আকাশছোঁওয়া।সারের দাম বাড়ানোয় চাষিরা বিপাকে পরেছেন।বিজেপি শুধু মানুষকে শষোষণ করছে। মানুষের গচ্ছিত রাখা শেষ সম্বল জমা রাখা টাকাতেও ব্যাংকের সুদ ক্রমশ কমছে। অন্যদিকে তৃণমূল সরকার মানুষের জন্য ৬০ থেকে ৭০ টি প্রকল্প চালু করেছে। যার সুবিধা প্রতি মূহূর্তে মানুষ পাচ্ছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন।
কুণাল বলেন, রাস্তা-আলো-জল উন্নতি হয়েছে। এই সরকারের দৌলতে মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন। এদিন খেজুরিতে দাঁড়িয়েও ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন কুণাল। বলেন, ও আর ওর পরিবার তৃণমূল কংগ্রেস থেকে অনেক সুবিধা পেয়েছে। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু নিজে বাঁচতে এখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়েছে।
তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি কর্মী সমর্থকদেরও তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান কুণাল।বলেন, নিজেদের অধিকার রাখতে, বিভিন্ন প্রকল্পের সুবিধা বজায় রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এরই পাশাপাশি, এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেশপ্রাণ ব্লকের আউড়াই কালীমন্দির অঞ্চলেও পথসভায় হয়। পঞ্চায়েতের প্রার্থী ছাড়াও জেলা পরিষদের প্রার্থীরাও এই পথসভাগুলিতে উপস্থিত ছিলেন।পূর্ব মেদিনীপুরের খেজুরি দুই ব্লকের গোডাউন বাজারের জনসভাতেও তৃণমূল মুখপাত্র কুণাল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা তুলে ধরে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...